মঙ্গলবার, ৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম বাংলাদেশি হিসেবে ইউটিউবের এশিয়া প্যাসিফিক সদর দপ্তরে রাফসান

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৬ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রথম বাংলাদেশি হিসেবে ইউটিউবের আমন্ত্রণে প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক সদর দপ্তর ঘুরে এসেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান। যিনি রাফসান দ্য ছোটভাই বলেই বেশি পরিচিত।

বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন রাফসান। রাফসানের এই কৃতিত্ব তার নিজের ও বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটরদের জন্য মাইলফলক।

ইউটিউবের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদর দপ্তরে রাফসান জামদানি কাপড়ে হস্তশিল্পে তৈরি বাংলাদেশের একটি পতাকা নিয়ে গিয়েছিলেন। জামদানিকে ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্য বলে স্বীকৃতি দিয়েছে।

ফেসবুক পোস্টে রাফসান ইউটিউবকে ধন্যবাদ জানিয়েছেন। তাকে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ইউটিউবের অফিসের সৌন্দর্যের প্রশংসা করেছেন।

আরও পড়ুন: মঙ্গলে ১০ লাখ মানুষের ঘর বানাবেন ইলন মাস্ক!

তিনি বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, এটা আমাদের সবার, বাংলাদেশের জয়। এ যাত্রায় তার অনুসারীদেরও ধন্যবাদ জানিয়েছেন রাফসান।

বাংলাদেশের জনপ্রিয় ফুড ভ্লগার ইফতেখার রাফসান ২০১৪ সালে ইউটিউবিং ক্যারিয়ার শুরু করেন।

এসকে/ 

ইউটিউব এশিয়া প্যাসিফিক সদর দপ্তর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250