ছবি: সংগৃহীত
গর্ভাবস্থায় মায়ের ডায়াবেটিস হলে নবজাতকের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিভিন্ন সমস্যা দেখা দেওয়ার পাশাপাশি অটিজমে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। পূর্ববর্তী ২০২টি গবেষণার ৫ কোটি ৬০ লাখেরও মা-শিশু জোড়ার ডেটা বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন গবেষকরা। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ডায়াবেটিসই এ সমস্যাগুলোর মূল কারণ কী না, তা এখনো স্পষ্ট নয়। তবে যখন গর্ভাবস্থায় মায়েদের ডায়াবেটিস হয়, তখন শিশুদের স্নায়বিক বিকাশজনিত ব্যাধি ধরা পড়ার আশঙ্কা ২৮ শতাংশ বেশি থাকে।
গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থায় ডায়াবেটিস থাকলে শিশুদের মধ্যে অটিজমের ঝুঁকি ২৫ শতাংশ, অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডারের (এডিএইচডি) ঝুঁকি ৩০ শতাংশ এবং বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ার ঝুঁকি ৩২ শতাংশ বাড়ে। এ ছাড়া যোগাযোগের সমস্যার ঝুঁকি ২০ শতাংশ চলাফেরার সমস্যা ১৭ শতাংশ এবং শেখার সমস্যা ১৬ শতাংশ বেড়ে যায়।
গর্ভাবস্থায় ডায়াবেটিসের তুলনায় গর্ভাবস্থার আগে মায়ের ডায়াবেটিস থাকলে শিশুদের জন্য এক বা একাধিক স্নায়ুতন্ত্রজনিত রোগের ঝুঁকি ৩৯ শতাংশ বাড়ে। গবেষকরা গবেষণাটি দ্য ল্যানসেট ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রাইনোলজি জার্নালে তাদের প্রতিবেদন প্রকাশ করেছেন।
আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) মতে, আমেরিকায় গর্ভাবস্থায় ডায়াবেটিসের হার ৯ শতাংশ পর্যন্ত পৌঁছেছে এবং এ হার ক্রমেই বাড়ছে।
গবেষণায় অন্তর্ভুক্ত আগের সাতটি গবেষণায় ভাইবোনদের মধ্যে তুলনা করা হয়েছে। যেখানে মায়ের ডায়াবেটিসের প্রভাব খুঁজে পাওয়া যায়নি। এ থেকে ধারণা করা হচ্ছে, পারিবারিক বা জেনেটিক (জিনগত) কারণও এ ঝুঁকি বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত হতে পারে।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন