শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

স্যাটেলাইটের মাধ্যমে ব্লুটুথ সংযোগ পেতে যাচ্ছে বিশ্ব

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৫ পূর্বাহ্ন, ৪ঠা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে ব্লুটুথ সংযোগ দেবে হাবল নেটওয়ার্ক। এটি কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এতে করে বিশ্বের যে কোনো জায়গা থেকে লক্ষাধিক ডিভাইসকে সংযুক্ত করার নতুন একটি উপায় উন্মোচন করল কোম্পানিটি।

স্পেসএক্সের ট্রান্সপোর্টার-১০ রাইড-শেয়ার মিশনের মাধ্যমে গত মার্চে পৃথিবীর কক্ষপথে দুটি স্যাটেলাইট চালু করে সিয়াটল-ভিত্তিক স্টার্টআপটি। সেই সময় থেকেই ৬০০ কিলোমিটারেরও বেশি দূরত্ব থাকা ৩.৫ এমএম ব্লুটুথ চিপ থেকে সংকেত সংগ্রহ করছে স্যাটেলাইটটি।

স্টার্টআপটি বলেছে, এই প্রযুক্তি বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে। লজিস্টিক, গবাদিপশু ট্র্যাকিং, পোষা প্রাণীদের জন্য স্মার্ট কলার, বাচ্চাদের জন্য জিপিএস ঘড়ি, গাড়ি শনাক্ত, নির্মাণ সাইট ও মাটির তাপমাত্রা পর্যবেক্ষণে এই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। কিছু শিল্পের জন্য নেটওয়ার্কের আওতায় থাকা খুবই গুরুত্বপূর্ণ। যেমন: তেল ও গ্যাস শিল্পের ক্ষেত্রে সম্পদগুলোর দূরবর্তী পর্যবেক্ষণ জরুরি। এ ছাড়া কৃষিকাজের জন্য মাটি পর্যবেক্ষণ ও বৃদ্ধ মানুষের ওপর নজর রাখতেও এই প্রযুক্তি ব্যবহার করা যাবে। 

প্রযুক্তিটি চালু হলে গ্রাহকদের ফোনে শুধু একটি চিপ যুক্ত করতে হবে। এই চিপ হাবল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হতে সাহায্য করবে।

লাইফ ৩৬০-এর সহ-প্রতিষ্ঠাতা অ্যালেক্স হারো, আইওটেরা কোম্পানির প্রতিষ্ঠাতা বেন ওয়াইল্ড ও মহাকাশ প্রকৌশলী জন কিম ২০২১ সালে হাবল কোম্পানি প্রতিষ্ঠিত করেন। হারো বলেন, ওয়াইল্ড প্রথমবার একটি ব্লুটুথ চিপকে একটি স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত করার ধারণাটি উপস্থাপন করেছিলেন। প্রথমে তিনি বিশ্বাস করতে পারেননি এবং পাগলের প্রলাপ মনে করেছিলেন। কারণ মাত্র কয়েক ফুট দূরের ব্লুটুথ ডিভাইসের সঙ্গে সংযোগই এখনও পর্যন্ত নির্বিঘ্ন নয়।

তবে এই ধরনের প্রযুক্তির ব্যাপক চাহিদা রয়েছে। আইওটি (স্মার্ট টিভি, ফ্রিজ) ডিভাইসগুলোর সংযোগের জন্য এই প্রযুক্তি প্রয়োজন। এসব ডিভাইসের জন্য অনেক বিদ্যুৎ প্রয়োজন ও এগুলো পরিচালনা করতে অনেক খরচও হয়। বিদ্যমান ব্লুটুথ প্রযুক্তি এসব ডিভাইসকে সংযুক্ত রাখার ক্ষেত্রে খুবই দুর্বল। ফলে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো আইওটি ডিভাইসে বিনিয়োগ করতে চায় না। 

২০২২ সালে কোম্পানিটি ওয়াই কম্বিনেটরের সঙ্গে অংশীদারত্ব করে। এর ফলে প্রকল্পগুলোর জন্য ২ হাজার কোটি ডলার বিনিয়োগ পায় হাবল। প্রথমেই একটি সফটওয়্যার তৈরি করে যা কম বিদ্যুৎ খরচে অনেক দূর থেকে ডিভাইসগুলোর সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে বিদ্যমান ব্লুটুথ চিপগুলোকে সাহায্য করবে।

আরও পড়ুন: প্রতিদিন ফেসবুকে কত সময় ব্যয় করছেন জানতে যা করবেন

সূত্র: টেকক্রাঞ্চ

এসকে/ আই.কে.জে/ 

স্যাটেলাইট ব্লুটুথ সংযোগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন