রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ডায়াবেটিস নিয়ে তারকাদের সংগ্রামের গল্প

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৬ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। হলিউড-বলিউডের অনেক তারকাই নানা সময়ে ডায়াবেটিস প্রতিরোধে সংগ্রাম নিয়ে মুখ খুলেছেন। 

মাহিপ কাপুর

অভিনেতা সঞ্জয় কাপুরের স্ত্রী। সম্প্রতি নেটফ্লিক্সের তথ্যচিত্র ‘ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস’-এ কথা বলেছেন ডায়াবেটিস রোগ নিয়ে। তিনি ডায়াবেটিস চিকিৎসা ও ওজেম্পিক ওষুধের অপব্যবহার নিয়ে কথা বলেছেন। নেটফ্লিক্স শোতে মাহিপ এমন ব্যক্তিদের ডেকেছিলেন, যারা ওজন কমানোর সহায়ক হিসেবে ওজেম্পিক ব্যবহার করছেন।

যদিও এটি ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা একটি ওষুধ। তিনি বলেছিলেন, অনেকে ওজন কমানোর জন্য ওষুধটি ব্যবহার করায় যাদের প্রকৃত দরকার তারা পাচ্ছেন না। ওষুধের স্বল্পতা তৈরি হয়েছে। তার এ মন্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়।

নিক জোনাস

২০১৯ সালে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী গায়ক নিক জোনাস জানিয়েছিলেন, তিনি টাইপ–১ ডায়াবেটিসে আক্রান্ত। এই রোগের সঙ্গে সংগ্রাম নিয়ে তিনি বলেন, এটা একাকিত্ব আর বিচ্ছিন্নতা তৈরি করে।

‘১৪ বছর আগে আমার ডায়াবেটিস ধরা পড়ে। আমি এখন ব্যায়াম করি, নিয়ম মেনে খাই; সব সময় সুগার নিয়ে চিন্তা করি। দরকার হলে ইনসুলিন নিই,’ বলেন নিক।

আরও পড়ুন: পুরুষের চার বিয়ের পক্ষে এই অভিনেত্রী

টম হ্যাংকস

২০১৩ সালে ‘দ্য লেট শো উইথ ডেভিড লেটারম্যান’-এর শোতে হাজির হয়ে টম হ্যাংকস জানান, তিনি টাইপ–২ ডায়াবেটিসে আক্রান্ত। তিনি বলেছিলেন, ‘আমি চিকিৎসকের কাছে যাই। তিনি মজা করে আমাকে বলেন, “আপনি কি জানেন, ৩৬ বছর বয়স থেকে এটা বয়ে বেড়াচ্ছেন? আপনি এখন স্নাতক সম্পন্ন করেছেন। আপনার টাইপ–২ ডায়াবেটিস হয়েছে ইয়ংম্যান।”’

হলি বেরি

২০২০ সালে অভিনেত্রী জানান, করোনা মহামারির সময়ে তিনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, ‘আমার সবসময় মনে হয়, ঝুঁকিতে আছি।’ এই রোগ হওয়ার পর জীবন নিয়ে নতুন করে ভাবছেন বলেও জানান অভিনেত্রী।

সালমা হায়েক

ম্যাক্সিকান অভিনেত্রী সালমা গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হয়েছিলেন ২০১৭ সালে। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘আমি যে গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত, শুরুতে বুঝতে পারিনি। আমার খারাপ লাগতো। ভেবেছিলাম এটা হয়তো গর্ভধারণের কারণে হয়েছে।’

সূত্র:এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস 

এসি/কেবি

ডায়াবেটিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন