ছবি: সংগৃহীত
একের পর এক অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছিলেন তার সৎমেয়ে এষা বর্মা। কখনও তার অভিযোগ, সৎমা তার বাবা অশ্বিন বর্মার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। কখনও তার দাবি, রূপালি তার মায়ের গয়না চুরি করেছেন।
বিপরীতে রূপালি সৎমেয়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কোন ক্ষোভ উগরে দেননি। মেয়েকে সরাসরিও কিছু না বললেন মঙ্গলবার (১২ই নভেম্বর) সকালে তিনি এষার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন।
বেশ কিছু দিন ধরে এই ধরনের অভিযোগ শোনার পর মঙ্গলবার পদক্ষেপ নেন ‘অনুপমা’ অভিনেত্রী। তার আইনজীবী সানা রাইস খান সংবাদমাধ্যমে জানান, সম্মানরক্ষার তাগিদে রূপালি অবশেষে মেয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছেন।
আরও পড়ুন: অভিনয়ের মাঝে বেঁচে থাকবেন নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র
টানা কয়েক দিন ধরেই সংবাদমাধ্যম এবং সমাজিক মাধ্যমে তোলপাড়। হঠাৎ করেই এষা অভিনেত্রী সৎমায়ের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন। কখনও জানান, তার মৃতা মা স্বপ্না বর্মাকে শারীরিকভাবে আঘাত করেছিলেন রূপালি। কখনও তার দাবি, বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ানোর পর মৃতা মায়ের অনুপস্থিতিতে তাদের বাড়িতে বাবার সঙ্গে সময় কাটাতেন। সেই সময়েই নাকি রূপালি স্বপ্নার গয়না চুরি করেন।
আইনজীবীর বক্তব্য অনুযায়ী, এষা নিজেকে প্রচারের আলোয় আনতে সৎমায়ের বিরুদ্ধে লাগাতার মিথ্যা অভিযোগ করে চলেছেন। এতে সমাজে এবং পেশাগতভাবে রূপালির সম্মানহানি ঘটছে। দীর্ঘ দিন ধরে তিনি সুনামের সঙ্গে কাজ করছেন। এষার বক্তব্য তার সেই ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। পাশাপাশি, দুর্নামের জন্য তিনি মানসিক দিক থেকেও বিপর্যস্ত। এরপরেও রূপালি চুপ থাকলে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়। তাই এই পদক্ষেপ।
এসি/কেবি