শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট *** ফার্মেসির পরামর্শে ডায়রিয়াতেও শিশুকে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক: গবেষণা *** সরকারি জমিতে অবৈধ রেস্টুরেন্ট-মার্কেট, উচ্ছেদের দাবি স্থানীয়দের *** ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে বাধা দেখছেন না নজরুল ইসলাম খান

শাহজালাল বিমানবন্দরে বেড়েছে যাত্রীসেবা, কমেছে ভোগান্তি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২০ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

পরিবর্তনের হাওয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কম সময়ে লাগেজ প্রাপ্তি, বিনামূল্যে ফোন করার সুবিধা, বিমানবন্দর কর্মীদের সহযোগিতামূলক আচরণ--এসব ছিল বিমানযাত্রীদের দীর্ঘদিনের দাবি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এসব দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি হয়েছে বিমানবন্দরে।

এখন আর বিমানবন্দরে লাগেজের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় না। বিদেশ থেকে আগত যাত্রীদের জন্য রয়েছে বিনামূল্যে ফোন করার ব্যবস্থা, ইমিগ্রেশনসহ নানা সেবা। যাত্রীদের সুবিধার্থে যে কোনো তথ্য ও অভিযোগের জন্য খোলা হয়েছে হটলাইন।

এখন লাগেজ পেতে বিরক্তিকর অপেক্ষা অনেকটাই কমেছে।বিমানবন্দরে এক যাত্রী গণমাধ্যমকে জানান, কোনো অপেক্ষা ও হয়রানি ছাড়াই মিলছে লাগেজ। 

দীর্ঘদিন পর দেশে ফেরার কারণে সঙ্গে থাকে না দেশী সচল ফোন নম্বর, ইন্টারনেট সংযোগ। ফলে স্বজনদের সাথে যোগাযোগ করতে পড়তে হয় বিড়ম্বনায়। সেটিরও ইতি টেনেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। চালু করেছে বিনামূল্যে ফোন করার সুবিধা।

এছাড়া যাত্রীদের তথ্য ও অভিযোগ জানানোর জন্য রয়েছে হটলাইন নম্বর ১৩৬০০।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রুপ ক্যাপটেন মোহাম্মাদ কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমি মনে করি ইমিগ্রেশনেও কমেছে বিড়ম্বনা। সামগ্রিক উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিমান যাত্রীরা। 

ওআ/ আই.কে.জে/

যাত্রীসেবা শাহজালাল বিমানবন্দর বিমানবন্দর ভোগান্তি লাগেজ প্রাপ্তি সুবিধা ইমিগ্রেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন