রবিবার, ৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস আজ *** শুল্ক নিয়ে সরাসরি আমেরিকার সঙ্গে যোগাযোগ করবেন ড. ইউনূস *** খেলাধুলা শিশু ও তরুণদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে: প্রধান উপদেষ্টা *** ইসরায়েলের বিরুদ্ধে ‘জিহাদের’ আহ্বানে বিরল ‘ফতোয়া’ জারি *** ‘দুই নেতার বৈঠকের পর সম্পর্কের বরফ কতটা গলছে’ *** আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি, আমরা সব সময় সম্মান করি: ইউনূসকে মোদি *** এখন থেকে কাদের সিদ্দিকী ‘জয় বাংলা’ বলবেন যে কারণে *** এবার ঈদের ছুটিতে ৭ দিনে ঢাকা ছাড়েন ১ কোটি ৭ লাখ সিমধারী *** বিমসটেক সম্মেলনে বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি *** আমেরিকান শুল্ক নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক আহ্বান

অত্যাধুনিক মার্কিন ট্যাংক যাচ্ছে ইউক্রেনে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৩

#

মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি তৃতীয় প্রজন্মের অত্যাধুনিক এম-১ আবরাম সিরিজের ট্যাংক। ফাইল ছবি

রাশিয়ার আগ্রাসনের শুরু থেকেই ইউক্রেনের পাশে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি এবার ইউক্রেনকে তৃতীয় প্রজন্মের অত্যাধুনিক এম-১ আবরাম সিরিজের ট্যাংক দিতে যাচ্ছে। এটির প্রথম চালান কয়েকদিনের মধ্যেই ইউক্রেনে পৌঁছাবে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লিয়ড অস্টিন সাংবাদিকদের এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির বরাতে আরটি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, শিগগিরই এ ট্যাংকের চালান ইউক্রেনে পৌঁছাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, আগমী কয়েক দিনের মধ্যেই এ চালান ইউক্রেনে পৌঁছাতে পারে।

জার্মানিতে ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগের প্রতিনিধিদলে সঙ্গে বৈঠকে অস্টিন বলেন, আমি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে তৃতীয় প্রজন্মের এম-১ আবরাম সিরিজের ট্যাংক শিগগিরই ইউক্রেনে প্রবেশ করবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সাথে আগে থেকেই প্রতিশ্রুতিবদ্ধ ছিল।

আরটি জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু হলে ৫০ টি দেশের সমন্বয়ে গঠিত এই প্যানেলটি অন্তত ১৫ বার বৈঠক করেছে। এ সময়ে তারা আমেরকিা ও তাদের মিত্রদের কাছে সামরিক সহায়তার অঙ্গীকার করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের সামরিক সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে এ ট্যাংক ইউক্রেনে পৌছাবে। তবে এর সকল প্রক্রিয়া শেষ করতে এক সপ্তাহের মতো লাগতে পারে।

উল্লেখ্য, তৃতীয় প্রজন্মের এ ট্যাংকগুলো ইউরেনিয়ামসমৃদ্ধ গোলাবারুদ দিয়ে সজ্জিত হবে। ফলে এ ধরনের পদক্ষেপের নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

এর আগে চলতি বছরের আগস্টে ইউক্রেনকে নতুন করে আরও ৪০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এ নিয়ে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ওই সময় পর্যন্ত দেশটিকে ৪৩ বারের মতো সামিরক সহায়তা দিল যুক্তরাষ্ট্র। ২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে কিয়েভকে ৪৩ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন।

আরো পড়ুন: পাকিস্তান ভিক্ষা করছে আর ভারত চাঁদে যাচ্ছে : নওয়াজ শরীফ

নতুন ওই সামরিক সহায়তা প্যাকেজের মাধ্যমে প্রথমবারের মতো ইউক্রেনকে ব্ল্যাক হর্নেট গোয়েন্দা ড্রোন দেওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্র। অত্যাধুনিক এই ড্রোন টেলিডাইন টেকনোলজিসের সিস্টার্স কনসার্ন টেলিডাইন এফএলআইআর ডিফেন্স তৈরি করে থাকে। অত্যন্ত ছোট আকারের এসব ড্রোন বিশ্বব্যাপী গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হয়। এ ছাড়া নতুন সামরিক সহায়তা প্যাকেজের মধ্যে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টম ও হিমারসের জন্য গোলাবারুদ, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্টিংগার, সামরিক সাঁজোয়া যান এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছিল।

এসকে/

যুক্তরাষ্ট্র রাশিয়া জাতিসংঘ ইউক্রেন ট্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন