ছবি-সংগৃহীত
ডিভোর্সের ২ বছর পার হতেই পরমব্রতর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন পিয়া। যে ঘটনাটি মেনে নিতে পারছেন না অনুপম ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে গায়কের বিভিন্ন পোস্টে সমাবেদনা জানাচ্ছেন তারা।
গত ২৭শে নভেম্বর বিয়ের পিঁড়িতে বসেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। ইতোমধ্যেই তাদের বিয়ের ১০ দিন পেরিয়েছে। নতুন এই দম্পতি হানিমুনের উদ্দেশ্য বিদেশ সফরেও গিয়েছেন। তবুও তাদেরকে নিয়ে চর্চা থামছেই না।
কারণ সংগীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়ার সঙ্গে পরমব্রতর বিয়ে নিয়ে দু’ভাগে বিভক্ত হয়েছে নেটপাড়া। কেউ শুভেচ্ছা জানিয়ে আশীর্বাদ করছেন পরম-পিয়াকে, কেউ আবার অনুপমের পক্ষ নিয়ে দুষেছেন তাদের।
বিশেষ করে সম্প্রতি এই গায়কের পোস্টগুলোতেও যেন ফুটে উঠছে বিরহ, বেদনার চিত্র। বুধবার (৬ই ডিসেম্বর) ইনস্টাগ্রামে নিজের পুরোনো একটি হিন্দি গানের পোস্টার শেয়ার করেছেন অনুপম।
পোস্টের ক্যাপশনে অনুপম লিখেছেন, ‘বাতেঁ আধুরি হ্যায় (কথা বাকি ছিল)।’ নীচে হ্যাশট্যাগে গানের নাম, ‘অ্যায়সি রাতোঁ’। ছবিগুলি এঁকেছেন উপমন্যু ভট্টাচার্য। সে কথা উল্লেখ করেছেন অনুপম।
গায়কের এমন পোস্ট দেখেও পিয়ার প্রসঙ্গে টেনে এনেছেন ভক্তরা। কেউ লিখেছেন, ‘প্রাণহীন মানুষগুলো প্রাণ ফিরে পায়, কিছু চেনা কণ্ঠে।’ কারো মন্তব্য, ‘ছবিগুলোর সঙ্গে বাস্তবের মিল খুঁজে পাচ্ছি।’ অধিকাংশই বলেছেন, এখনও পিয়াকে মিস করছেন অনুপম। তাই তো সামাজিক মাধ্যমে এমন সব আবেগপূর্ণ স্ট্যাটাস তার।
অনুপমকে এভাবে দেখতে পারছেন না অনুরাগীরা, এমনটাও মন্তব্য করেছেন অনেকে। গায়ককে পরামর্শ দিয়েছেন শক্ত হওয়ার জন্য। সব ভুলে নতুনভাবে শুরু করার জন্য।
এসি/
অনুপম
সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
খবরটি শেয়ার করুন