বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর: নাহিদ *** শুক্র ও শনিবার বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে *** সেন্ট মার্টিন নিয়ে ১২ নির্দেশনা সরকারের, প্রজ্ঞাপন জারি *** সেন্ট মার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা *** ‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যেতে হতে পারে’ *** ‘আই লাভ মুহাম্মদ’ বলায় ভারতে মুসলিমদের সঙ্গে যা ঘটছে *** বিতর্কিত উপদেষ্টাদের নির্বাচনের আগে সরে যেতে হবে: আমীর খসরু *** বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আইন উপদেষ্টা *** ফেব্রুয়ারিতে উৎসবমুখর নির্বাচনের জন্য সরকার সব কিছু করছে: প্রধান উপদেষ্টা *** বাবা হয়েছেন গায়ক জেমস, জানালেন নতুন বিয়ের খবর

অবরুদ্ধ গাজায় ইন্টারনেট সংযোগ দেয়ার ঘোষণা ইলন মাস্কের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩০ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইসরাইলের হামলায় গাজা উপত্যকায় মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। ফলে বিশ্ব থেকে এক প্রকার বিচ্ছিন্ন ও অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়েছে হয়েছে ফিলিস্তিনি ভূখণ্ডটি। এই অবস্থায় স্থানীয় অধিবাসীরা কেউ কারও সঙ্গে যোগাযোগ করতে পারছে না। এর মধ্যেই বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালাচ্ছে ইসরাইলি বাহিনী।

এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই গাজায় ইন্টারনেট সরবরাহের জন্য ইলন মাস্কের প্রতি আহ্বান জানান। এরপরই শনিবার (২৮ অক্টোবর) এক ঘোষণায় ইন্টারনেট সংযোগ দেয়ার  ঘোষণা দিয়েছেন মার্কিন বিলিয়নিয়ার ব্যবসায়ী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক।

ইলন মাস্ক বলেছেন, গাজায় আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর জন্য ইন্টারনেট সংযোগ দেবে তার প্রতিষ্ঠান স্টারলিঙ্ক।

তবে এ ব্যাপারে গাজা থেকে এখনও কেউ তার সঙ্গে বা তার প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেনি বলে জানিয়েছেন তিনি। এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে মাস্ক বলেন, গাজায় ইন্টারনেট সংযোগের কর্তৃপক্ষ কারা তা আমাদের জানা নেই। তবে আমরা জানি, এখন পর্যন্ত কেউ ইন্টারনেট সংযোগ চেয়ে কেউ আবেদন করেনি।

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে স্থল অভিযান চালাচ্ছে ইসরাইল। বিমান হামলার পাশাপাশি শনিবার (২৮ অক্টোবর) ভোরে স্থল অভিযান শুরু করে ইসরাইলি সেনারা। হামাসের প্রতিরোধের মধ্যদিয়ে শুরু হয় স্থল যুদ্ধ যা এখনও অব্যাহত রয়েছে।

গাজায় স্থল অভিযান ক্রমেই প্রসারিত হচ্ছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এদিকে হামাসও জানিয়েছে, বেশ কিছু এলাকায় ইসরাইলি সেনাদের সঙ্গে তাদের যোদ্ধাদের সংঘর্ষ হয়েছে।

পবিত্র আল আকসা মসজিদের অবমাননা ও ফিলিস্তিনিদের ওপর অব্যাহত নিপীড়নের জবাবে গত ৭ অক্টোবর ভোরে ইসরাইলে আকস্মিক অভিযান চালায় হামাস। এরপর ফিলিস্তিনের এই মুক্তিকামী গোষ্ঠীটির বিরুদ্ধে যু্দ্ধ ঘোষণা করে গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল। বিমান হামলার পাশাপাশি গাজায় স্থল অভিযানের ঘোষণা দেয় এর সেনাবাহিনী।

এরপর গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে হাজার হাজার সেনা নিয়ে গাজা সীমান্তে চূড়ান্ত স্থল অভিযানের হুমকি-ধামকি দিয়ে আসছিল ইসরাইলি বাহিনী। এরপর গত বুধবার ও বৃহস্পতিবার রাতে সীমিত পরিসরে স্থল অভিযান চালায় তারা। 

সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের জানান, ‘গত দিনের সিরিজের স্ট্রাইক অনুসরণ করে আজ (শনিবার) রাতে স্থল বাহিনীর অভিযান বাড়ানো হচ্ছে।’ ইসরাইলের সামরিক বাহিনী আরও বলেছে, তারা কৌশলগত বিমান হামলা আরও বাড়িয়েছে। শুক্রবার দিবাগত রাতে গাজার ১৫০টি সুড়ঙ্গ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। 

এসকে/ 

ইন্টারনেট ইলন মাস্ক ফিলিস্তিন গাজা স্টারলিঙ্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250