ছবি: সংগৃহীত
পর্দায় খলনায়ক হিসেবে আবির্ভাব হলেও বাস্তব জীবনে একদমই বিপরীত মিশা সওদাগর। দীর্ঘ এত বছরে কখনো সিগারেট খাননি বলেও নিজেই জানান জনপ্রিয় এ অভিনেতা। অভিনয়ের বাইরে বিনয়, ধর্মীয় চর্চা ও মানবিক বার্তার মাধ্যমে প্রায়ই আলোচনায় আসেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নাতির সঙ্গে পোস্ট করা একটি ছবির মাধ্যমে আবারও খবরের শিরোনামে মিশা। সেই ছবিতে দেখা যায়, নাতি রাফসানের পাশে বসে আছেন মিশা সওদাগর। সামনে খোলা একটি আরবি বই (কায়দা)।
ছবিটি দেখে অনেকেই ভেবেছিলেন, নাতিকে কায়দা বা আরবি পড়াচ্ছেন মিশা। কিন্তু আসল গল্পটি একেবারেই অন্যরকম।
ছবিটির ক্যাপশনে মিশা সওদাগর লিখেছেন, ‘চোখ যা দেখে, সব সময় সেটা সঠিক নাও হতে পারে। এই ছবি দেখে সবাই মনে করবেন আমি আমার নাতি রাফসানকে আরবি পড়াচ্ছি। আসল ঘটনা হচ্ছে, আমার নাতি রাফসান আমাকে কায়দা পড়াচ্ছে! এটা সত্যি ঘটনা। কোরআনুল কারিম নিজে পড়ুন এবং অপরকে পড়তে সাহায্য করুন।’
অভিনেতার এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এখন পর্যন্ত পোস্টটিতে রিয়েক্ট পড়েছে ৩৭ হাজারেরও বেশি এবং মন্তব্য জমা পড়েছে প্রায় আড়াই হাজারের কাছাকাছি। ভক্তরা মিশার এই বিনয়ী ও হৃদয়স্পর্শী বার্তায় মুগ্ধ হয়ে প্রশংসায় ভরিয়ে দেন মন্তব্য বিভাগ। কেউ লিখেছেন, ‘এটাই আসল শিক্ষা।’
আবার কেউ বলেছেন, ‘মিশা ভাই শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও অনুপ্রেরণা।’ ধর্মীয় ভাবধারার পাশাপাশি মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার জন্য এমন পোস্টে নিয়মিত দেখা যায় মিশা সওদাগরকে। ভক্তদের অনুপ্রেরণা জোগাতে তিনি প্রায়ই শেয়ার করেন ইসলামী ও নৈতিক বার্তা।
খবরটি শেয়ার করুন