রবিবার, ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অবরোধ ডেকে মাঠে নেই বিএনপি, পুলিশ ঘিরে রেখেছে কার্যালয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

তিন দিনের অবরোধ কর্মসূচি শুরু হলেও এখনো মাঠে নামেনি বিএনপি। সকাল থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়নি। কাকরাইল, নাইটিঙ্গেল, ফকিরাপুল কিংবা বিজয়নগরেও বিএনপি নেতাকর্মীদের কাউকে অবস্থান নিতে দেখা যায়নি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর নয়াপল্টন, ফকিরাপুল, কাকরাইল, বিজয়নগর, কালভার্ট রোডসহ আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল ৭টা থেকেই কর্মীশূন্য পল্টনের বিএনপি কার্যালয়। সকাল ১০টা পেরিয়ে গেলেও দলীয় কার্যালয় বা এর আশপাশের এলাকাগুলোতে বিএনপি নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলও দেখা যায়নি।

এদিকে, বিএনপি ও জামায়াতের টানা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথমদিনে নয়াপল্টন ও আশপাশের সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রিকশা, ভ্যান, সিএনজি, লেগুনা ও মোটরসাইকেলের পাশাপাশি চলছে প্রাইভেটকারও। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে যানবাহনের সংখ্যাও।

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনের দায়িত্বরত পুলিশ সদস্যদের ইনচার্জ হিরন্ময় বারবীর সঙ্গে কথা বলে জানা যায়, সকাল থেকেই আমাদের ইউনিট এখানে অবস্থান করছে। কার্যালয়ের আশপাশে এখনো বিএনপি নেতাকর্মীদের কাউকে দেখতে পাইনি।

এখন পর্যন্ত নাশকতা বা কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়নি। সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে টহল দিচ্ছে বিজিবি।

আরো পড়ুন: অবরোধের পাল্টা তিন দিন শান্তি সমাবেশ করবে আ.লীগ

সকাল থেকে নয়াপল্টনে দায়িত্ব পালন করছেন বেসরকারি একটি ব্যাংকের দারোয়ান হান্নান মিয়া। তিনি বলেন, সকাল থেকে বিএনপির কাউকে দেখতে পাইনি। পুরো এলাকা শান্তিপূর্ণ আছে। কোনো মিছিল, মিটিং, গোলাগুলি নেই। তবে সাধারণ মানুষের উপস্থিতি নেই বললেই চলে। সকাল থেকে এ পর্যন্ত মাত্র দুই-তিন জন বুথ থেকে টাকা তুলেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পল্টনের এক বাসিন্দা জানান, আজ নাকি অবরোধ। রাস্তায় তো সবকিছু চলছে। সবাই বের হচ্ছে। বের হচ্ছে না শুধু বিএনপির নেতাকর্মীরা। তবে মানুষের মধ্যে আতঙ্ক কিন্তু রয়ে গেছে।

এর আগে বিএনপির অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ মহিদ উদ্দিন বলেন, আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেব। আর দুষ্কৃতকারীরা আবারও যেন কিছু না করতে পারে সেই লক্ষ্যে ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, আগের রাজনৈতিক কর্মসূচিগুলো শান্তিপূর্ণ ছিল। কিন্তু গত ২৮ তারিখে একটি সহিংস রাজনৈতিক কর্মসূচি হয়েছে। কাজে সে বিষয়টি আমাদের মাথায় আছে এবং সেভাবেই আমরা নিরাপত্তা ব্যবস্থা তৈরি করছি।

এসি/ আই.কে.জে/




বিএনপি অবরোধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন