রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম *** রেমিট্যান্সে সুখবর : ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার *** রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হয়ে পড়েছে : পররাষ্ট্র উপদেষ্টা *** সন্ধ্যার মধ্যেই ৩ বিভাগে নামবে বৃষ্টি!

অভিযান দেখে ১০০ টাকার ডাব ৬০ টাকায় বিক্রি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

ফাইল ছবি

ডেঙ্গুর বিস্তারে বেড়ে যাওয়ায় ডাবের চাহিদা বেড়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে ডাব ব্যবসায়ীরা বাড়িয়েছেন ডাবের দাম। তাই খুচরা পর্যায়ে ডাবের মূল্য কারসাজি বন্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকি শুরু করেছে।

রাজধানীতে ভ্রাম্যমাণ ডাবের দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের সময় প্রতিটি ডাব ৩৫ থেকে ৪০ টাকা কমে বিক্রি করতে দেখা গেছে।

মঙ্গলবার ২৯ (আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।

ডাব কিনতে আসা কয়েকজন ক্রেতা বলেন, মঙ্গলবার সকাল থেকে যে দামে ডাব বিক্রি হচ্ছিল, অভিযান শুরু হওয়ার তার চেয়ে কম দামে বিক্রি হয়। অভিযানের আগে যে ডাব ১৫০ টাকায় বিক্রি করা হচ্ছিল, সেটা অভিযানের পর বিক্রি হয় ১০০-১১০ টাকায় বিক্রি হতে দেখা যায়। আর ১০০ টাকার ডাব ৬০ টাকায় বিক্রি হয়।

অভিযানের খবর পেয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সামনে ভ্রাম্যমাণ ভ্যানে যারা ডাব বিক্রি করছিলেন, এমন কয়েকজন ব্যবসায়ী তাদের ভ্যান ফেলে পালিয়ে যান।

সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, ‘বেশির ভাগ দোকানেই মূল্য তালিকা ছিল না, এখন মূল্য তালিকা দেওয়া হচ্ছে। এখানে ৮০ টাকা থেকে সর্বোচ্চ ১১০ টাকায় ডাব বিক্রি হচ্ছে, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।’

এদিকে ডাব ক্রয়-বিক্রয়ে পাকা রশিদ সংরক্ষণ না করা এবং তালিকায় প্রদর্শিত মূল্য অপেক্ষা বেশি মূল্যে ডাব বিক্রয় করায় রাজধানীর কারওয়ান বাজারে দুজন আড়তদারকে ২০ হাজার করে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।

মঙ্গলবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১২টা ১৫ মিনিট থেকে বুধবার (৩০ আগস্ট) ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা মহানগরীর কারওয়ান বাজার, বেড়িবাঁধ ও যাত্রাবাড়ী এলাকার ডাবের পাইকারি আড়তে ভোক্তা অধিদপ্তর অভিযান পরিচালনা করে।

ওআ/





ডাব অভিযান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন