শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা : স্মৃতিচারণ-২ —শুভ্র হীম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

স্মৃতিচারণ-২

শুভ্র হীম

বাতাসে অদূর ভেসে ভেসে আসে 

সুবাসিত নির্ঝর মৃদুধ্বনি,

নিশুতি রাতে একলা আকাশ অনুভবে মিশে- 

তার শূন্যতার খনি।

ভাদ্র মাসের প্রকটিত চাঁদ

জ্যোৎস্না ছড়ায় বনে,

দীপ্তিমান তারা সম্মোহিত ধারায়

আলপনা আকেঁ মনে।

সারি সারি সব জোনাকির দল

এই নিভে এই জ্বলে, 

থেমে থেমে আবার ঝিঁঝিঁ পোকারা

কী দারুণ ছন্দ তোলে!

উদাসীন মন আজ অজানা ঘোরে,

মন বসে না বারণে।

তোমার স্মৃতিগুলি নাড়া দেয় বারংবার 

এসনি মাতানো ভানে।

এই আছি বেশ ভালো আছি-

তুমিহীন কল্পগুলোর সনে,

অনন্ত প্রহর কেটে যায় আমার 

তোমার গচ্ছিত ক্ষণে।

আরো পড়ুন : কবিতা : জন্মতিথি —শাহিনুর রহমান

এস/ আই.কে.জে/ 

কবিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন