সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অরিজিৎ বন্দনায় সোনু নিগম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৬ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বর্তমানে ভারতে বিখ্যাত গায়কদের তালিকায় এক অবিচ্ছেদ্য নাম অরিজিৎ সিং। ক্যারিয়ারের শুরুতে আশিকি-২ ছবিতে গাওয়া “তুম হি হো...” গান দিয়ে সবাইকে তাক লাগিয়েছিলেন অরিজিৎ সিং। তবে শুরুতে একাধিক ঝড় তার ওপর দিয়ে বয়ে গেলেও এখন তিনিই হাজার হাজার ভক্তের মনে রাজত্ব করছেন।

তার অনবদ্য কণ্ঠস্বরে এককথায় মুগ্ধ সবাই। অরিজিৎ সিং এখন যাতেই হাত দেন তাই হিট! এবার সেই গায়কের অকুণ্ঠ প্রশংসা শোনা গেল সোনু নিগমের কণ্ঠে।

একটি সাক্ষাৎকারে অরিজিৎ সিংয়ের ভূয়সী প্রশংসা করেন সোনু। তিনি বলেন, অরিজিৎকে নিয়ে যদি বলতে হয় এ সবকিছুই ওর প্রাপ্য। এগুলো ওর পাওয়ার কথাই।

ওর মতো এত ভালো গায়ক, বহুদিন পর ইন্ডাস্ট্রিতে এল। আমি থাকি বা না থাকি, ও সামনে এগোবেই। কেরিয়ারে আরও অনেক দূর যাবে অরিজিৎ।

আরো পড়ুন: বড় পর্দায় পপতারকা টেলর সুইফট, অগ্রিম টিকিট বিক্রি ১০ কোটি ডলারের

সোনু নিগম আরও জানান, সৃজিত মুখোপাধ্যায়ের একটি বাংলা ছবিতে অরিজিতের সঙ্গে একটি গান গেয়েছেন তিনি। খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে গানটি। কিন্তু কোন ছবি, সেটার নাম প্রকাশ্যে আনেনি সোনু নিগম।

সবশেষ গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেল অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের গাওয়া বাউন্ডুলে ঘুড়ি। দশম অবতার ছবির এই গান কম্পোজ করেছেন অনুপম রায়।

গানে অনির্বাণ ভট্টাচার্য এবং জয়া আহসানকে রোম্যান্স করতে দেখা যাচ্ছে। আগামী ১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে দশম অবতার। অভিনয়ে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া আহসান,যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, প্রমুখ।

এসি/ আই. কে. জে/ 


অরিজিৎ সোনু নিগম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন