মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

বাংলাদেশে আগামী নির্বাচনে গণতন্ত্রেরই জয় হবে : ইইউ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৪ অপরাহ্ন, ৯ই নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বাংলাদেশে গেল ১৫ বছরে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার যে ধারা অব্যাহত আছে তার ওপর আস্থাশীল ইউরোপীয় ইউনিয়ন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সহযোগিতা করতে চায় ইইউ।

ব্রাসেলসে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে অনুষ্ঠিত সেমিনারে ইইউ পার্লামেন্টের সদস্য থমাস জেডিহস্কি জানিয়েছেন, আগামী নির্বাচনে গণতন্ত্রেরই জয় হবে। মানবাধিকারকে যাতে অস্ত্র হিসেবে ব্যবহার করা না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন বক্তারা।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে সরব পশ্চিমা বিশ্ব। এরই ধারাবাহিকতায় ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টে ‘ডেমোক্র্যাসি এন্ড হিউম্যান রাইটস ইন বাংলাদেশ’ শিরোনামে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্য থমাস জেডিহস্কি ও স্টাডি সার্কেল লন্ডনের যৌথ আয়োজনে বক্তারা একটি কৃষিপ্রধান দেশ থেকে শিল্পোন্নত দেশে রুপান্তরের পেছনে অভূতপূর্ব উন্নয়নের চিত্র তুলে ধরেন। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বাঘ অ্যাখ্যা দেন বক্তারা।

তারা জানান, বাংলাদেশের সাথে আরও শক্তিশালী ও নির্ভরযোগ্য অংশীদারিত্ব গড়ে তুলতে চায় ইউরোপীয় ইউনিয়ন।

আলোচনায় প্রাধান্য পায় নির্বাচন ইস্যু। থমাস জেডিহস্কি জানান, ৫০ বছরের পথচলায় স্বৈরাচারি সরকারের পতনের পর এখন বাংলাদেশের গণতান্ত্রিক ও মানবাধিকার পরিস্থিতি অনেক ইতিবাচক। বর্তমান পরিস্থিতিতে ইইউ’র সন্তুষ্টির কথাও তুলে ধরেন তিনি।

আরো পড়ুন: নিষেধাজ্ঞা সত্ত্বেও হামাসের সঙ্গে সম্পর্ক রাখবে মালয়েশিয়া

সেমিনারে বক্তারা বলেন, বিশ্বের প্রায় সব মানবাধিকার বিষয়ক সংস্থার সদস্য বাংলাদেশ। এ অবস্থায় নির্বাচন সামনে রেখে কেউ যাতে এ ইস্যুকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে সেজন্য পশ্চিমা বিশ্বকে সতর্ক থাকতে বলেন তারা। 

গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার পথে ভুল তথ্য ও অপপ্রচার মোকাবেলাকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সত্যতা যাচাই, তদবিরের অর্থ ও উদ্দেশ্য তদন্ত করে দেখার তাগিদ দেন বক্তরা। 

এসি/ আই.কে.জে


নির্বাচন ইইউ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন