বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একুশের বইমেলা ২০শে ফেব্রুয়ারি থেকে শুরু *** তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির কমিটি *** এস আলমকে নিয়ে গভর্নর বললেন, ‘চোরের মায়ের বড় গলা’ *** গোলাম আযম জাতির 'শ্রেষ্ঠ সন্তান' হলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়—প্রশ্ন মির্জা আব্বাসের *** শুরু থেকেই ভারতের সঙ্গে সম্পর্কে ‘টানাপোড়েন আছে’— এটা বাস্তবতা: পররাষ্ট্র উপদেষ্টা *** ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড *** অপারেটর করলেন ভুল, ক্যারি করলেন সেঞ্চুরি *** উত্তর-পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার বাংলাদেশি হুমকি সহ্য করা হবে না: আসামের মুখ্যমন্ত্রী *** আমাদের ‘নসিহত’ করা হয়েছে, নির্বাচন নিয়ে উপদেশ চাই না: তৌহিদ হোসেন *** ভারতে নারীর নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ

আনারসের মোমো খেয়েছেন কি?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৫ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগ্রহিত

সিঙ্গারা কিংবা পুরিতে কামড় দিয়ে যদি টের পান ভেতরে আলু কিংবা কলিজা নয়, আম–কাঠাল! কেমন লাগবে ভাবুন তো। নিশ্চয়ই এমন বিদঘুটে অভিজ্ঞতা কেউ চান না। কিন্তু হালের সোশ্যাল মিডিয়ার জগতে দেখা মেলে এমন সব খাবারের, যার মধ্যে এই ধরনের অদ্ভুত কম্বিনেশন পাওয়া যায়। সেই তালিকায় এবার নতুন সংযোজন আনারস মোমো! মোমোর মধ্যে মাংস কিংবা সবজির বদলে আনারস দেওয়া হয়েছে।

মোমো পাহাড়ি এলাকার খাবার হলেও গত কয়েক বছরে এর জনপ্রিয়তা সবখানে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। আমিষ–নিরামিষ দুইভাবেই বানানো হয়ে থাকে এই মুখরোচক খাবারটি। কিন্তু তাই বলে আনারসের মোমো !

আরও পড়ুন : ভাত নাকি রুটি, কোনটা বেশি উপকারি

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ইনস্টাগ্রামে সদ্য ভাইরাল হয়েছে আনারসের মোমোর ভিডিও। সেখানে দেখা যায়, আনারস কেটে কেটে মোমোর পুর হিসেবে ভরে ফেলা হচ্ছে। এরপর তা তেলে ভেজে দেওয়া হচ্ছে ফ্রায়েড মোমোর আদল। স্বাভাবিকভাবেই তা দেখে অনেকটা অবাক নেটিজেনরা। কেউ কেউ ব্যঙ্গ করে বলছেন, ‘আমি হারপিক মোমো খেতে চাই।’ একজন লিখেছেন, ‘যারা বানাচ্ছে ভুলটা তাদের নয়। ভুল হলো, যারা খাচ্ছে।’

কেউ কেউ মন্তব্য করছেন, ‘আরআইপি মোমো।’ সবমিলিয়ে অধিকাংশেরই কথা, ফিউশনের নামে এমন অদ্ভুত কম্বিনেশনের খাবার খেতে রাজি নন তাঁরা।

এস/ আই.কে.জে/

 

আনারস মোমো খেয়েছেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250