রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ওয়াহাব রিয়াজ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

ওয়াহাব রিয়াজ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পাকিস্তানের তারকা পেস বোলার ওয়াহাব রিয়াজ। দেশের হয়ে দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ার শেষ করে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। তবে জাতীয় দলের অধ্যায়ের ইতি টানলেও চালিয়ে যাবেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। 

ক্রিকেটারের পাশাপাশি ওয়াহাব রিয়াজ একজন মন্ত্রীও। গত জানুয়ারিতে পাঞ্জাব প্রদেশের ভারপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী হন ওয়াহাব।  

সংবাদ বিবৃতিতে ওয়াহাব রিয়াজ বলেন, 'আমি গত দুই বছর ধরে অবসরের পরিকল্পনার কথা বলছিলাম, ২০২৩ সাল আমার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার লক্ষ্যের কথা। আমি এখন আগের চেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি যে আমি আমার দেশ এবং জাতীয় দলকে আমার সেরাটা দিয়ে সেবা করেছি।' 

রিয়াজ বিবৃতিতে আরও বলেছেন, 'আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা অনেক সম্মান এবং সৌভাগ্যের বিষয়। আমি এই অধ্যায়কে বিদায় জানালেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাব আরও কিছুদিন।'

অবসর নেওয়ার ঘোষণা দিয়ে ওয়াহাব রিয়াজ টুইট বার্তায় লিখেন, 'আন্তর্জাতিক পিচ থেকে সরে দাঁড়াচ্ছি। অবিশ্বাস্য একটি সফল শেষে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। পিসিবি, আমার পরিবার, কোচ, মেন্টর, সতীর্থ, ভক্ত এবং আমাকে সমর্থন করা প্রত্যেককে ধন্যবাদ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বিশ্বে রোমাঞ্চকর সময় আসছে।'

তিনি ২৭ টেস্ট, ৯১ ওয়ানডে ও ৩৬ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। শেষবার জাতীয় দলের জার্সি পরেন ২০২০ সালের ডিসেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে। টেস্টে ৩৪.৫০ গড়ে ৮৩ উইকেট নেন এই পেসার। ওয়ানডেতে তার শিকার ১২০ উইকেট এবং টি-টোয়েন্টিতে ৩৪টি। সম্প্রতি সবশেষ পিএসএলে খেলেছেন পেশওয়ার জালমির হয়ে।

এসকে/ 

পাকিস্তান ওয়াহাব রিয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন