শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আফগানিস্তানে তালেবান শাসনামলে প্রথম দেশ হিসেবে দূত পাঠালো চীন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৭ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

২০২১ সালের আগস্টে আফগানিস্তানে তালেবান শাসন প্রতিষ্ঠার পর কার্যকরভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে প্রথমবারের মতো এগিয়ে এসেছে চীন। সম্প্রতি আফগানিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাও সেং আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবান প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখন্দের সাথে দেখা করেন। 

উল্লেখ্য, তালেবান শাসন প্রতিষ্ঠা হওয়ার পর আফগানিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী প্রথম দেশ চীন।  

আফগানিস্তানে কাজ করা নিয়ে চীনা রাষ্ট্রদূত তার আনন্দ প্রকাশ করেন। সেং জানান, প্রতিবেশী দেশ হিসেবে আফগানিস্তানের স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করে চীন। 

তিনি দাবি করেন, তালেবান শাসনামলে আফগানিস্তান অর্থনীতি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি, অপরাধ ও মাদকের বিরুদ্ধে লড়াইয়েও অনেকগুণ এগিয়ে গেছে। 

আফগানিস্তানের তালেবান শাসনকে স্বীকৃতি প্রদান করা প্রথম দেশগুলোর মধ্যে ছিল রাশিয়া এবং চীন। চীন-আফগানিস্তান সম্পর্ক; রাজনীতি, অর্থনীতি এবং অন্যান্য ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা জোরদার করার দায়িত্ব এখন সেংয়ের।

পশ্চিমা বিশ্ব যখন চীনের উপর থেকে মুখ ফিরিয়ে নেয় তখনো আফগানিস্তান চীনের সহযোগিতা করতে এগিয়ে আসে।

চলতি বছরের জানুয়ারি মাসে তেল রিজার্ভ খাতে চীনের একটি কোম্পানি আফগানিস্তানের সাথে ৪৫০০ লাখ মার্কিন ডলার মূল্যের একটি চুক্তিতে স্বাক্ষর করে। 

পরবর্তীতে এপ্রিল মাসে আফগানিস্তান সরকার ঘোষণা করে, আফগানিস্তানে লিথিয়াম খনি অনুসন্ধানের জন্য তারা একটি চীনা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের তেহরিক ই তালেবান গোষ্ঠীর দ্বারা সহিংসতার শিকার হয় চীন। তবে আফগানিস্তানের তালেবান গোষ্ঠী চীনকে বন্ধু হিসেবে গ্রহণ করে প্রতিজ্ঞা করেছে তারা চীনের কোন ধরনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না।

এসকে/ 

 

চীন আফগানিস্তান তালেবান

খবরটি শেয়ার করুন