সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আবার বাড়তে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৩

#

ফাইল ছবি (সুখবর)

মৌসুমি বায়ু এই মুহূর্তে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। ফলে বুধবার (৯ আগস্ট) দেশে বৃষ্টি অনেকটাই কমে আসে। তবে বৃহস্পতিবার দেশে বৃষ্টিপাতের পরিমাণ আরো কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (১১ আগস্ট) থেকে বৃষ্টি আবার বাড়তে পারে, যা অব্যাহত থাকতে পারে সোমবার পর্যন্ত। এর পর থেকে বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে আসতে পারে।

এদিকে নদীর পানি কমায় উন্নতি হয়েছে চট্টগ্রাম ও পার্বত্য জেলাগুলোর জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতিরও। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার প্রধান নদীগুলোর (মুহুরী, ফেনী, হালদা, কর্ণফুলী, সাঙ্গু ও মাতামুহুরী) পানি কমছে।

এতে চট্টগ্রাম ও বান্দরবান জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আরো উন্নতি হচ্ছে।

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, বৃষ্টি কমে আসায় ও নদীর পানি কমতে থাকায় এখন দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের এলাকাগুলোর পরিস্থিতি ক্রম উন্নতির দিকেই থাকবে।

দেশের সব বিভাগেই আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গতকালের তুলনায় আজ বৃষ্টি কিছুটা কমতে পারে।

বৃহস্পতিবার রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বলেন, ১১ আগস্ট বা তার পরদিন থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে শুক্রবার থেকে সোমবার (১১-১৪ আগস্ট) পর্যন্ত বৃষ্টি আবার বাড়তে পারে। এ সময় দেশের কোথাও কোথাও ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে এর পর থেকে সারাদেশেই বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে আসতে পারে।

ওআ/


বৃষ্টি

খবরটি শেয়ার করুন