বৃহস্পতিবার, ২রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর *** এআই ‘অভিনেত্রী’-কে ঘিরে যে কারণে তীব্র সমালোচনা, ক্ষুব্ধ হলিউড তারকারা *** ফ্লোটিলা থেকে আটক ২২৩ জনকে ইউরোপে পাঠাবে ইসরায়েল, জাহাজগুলোর ভাগ্য অনিশ্চিত *** নিঃসঙ্গতা কাটাতে ৭৫ বছর বয়সে বিয়ে, অতঃপর... *** দুর্গাপূজায় বেশ কয়েকটি নতুন গান *** গাজায় মানবিক সহায়তাকর্মীদের হত্যার নিন্দা জানালেন প্রিন্স উইলিয়াম *** দুর্গাপূজার আগে ভারতে গেল ১ লাখ ৩০ হাজার কেজি ইলিশ

আবারও স্পিকার শিরীন শারমিন, ডেপুটি শামসুল হক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪

#

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু

জাতীয় সংসদের স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরীকে আবারও নির্বাচিত করা হয়েছে। এছাড়াও শামসুল হক টুকুকে ডেপুটি স্পিকার হিসেবে বহাল রাখা হয়েছে।

বুধবার (১০ই জানুয়ারি) দ্বাদশ সংসদীয় দলের সভায় তাদের নির্বাচনের সিদ্ধান্ত হয়। 

এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপি হিসেবে নিজেই নিজেকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সকাল সোয়া ১০টার আগে শেরেবাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে নিজেকে শপথ গ্রহণ করেন রংপুর-৬ আসন থেকে নির্বাচিত এই জনপ্রতিনিধি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৯৭ সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করার তিনি।

শিরীন শারমিনের জন্মস্থান নোয়াখালী। পেশায় তিনি একজন আইনজীবী। ১৯৮৯ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) পাশ করেন। ১৯৯০ সালে এলএলএম ডিগ্রি নেন। এর দশ বছর পর ২০০০ সালে এসেক্স ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন। ১৯৯২ সালে বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

১৯৯৪ সালে হাইকোর্ট বিভাগ ও ২০০৮ সালে আপিল বিভাগে অন্তর্ভুক্ত হন। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলাগুলো পরিচালনার দায়িত্বে থাকা আইনজীবীদের অন্যতম ছিলেন শিরীন শারমিন।

২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে প্রথম জাতীয় সংসদে আসেন শিরীন শারমিন। পরে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

আরও পড়ুন: টানা চতুর্থবার সংসদ নেতা হলেন শেখ হাসিনা

২০১৩ সালে ৩০শে এপ্রিল বাংলাদেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হন তিনি। ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার শ্বশুরবাড়ি এলাকা রংপুর-৬ (পীরগঞ্জ) আসনটি ছেড়ে দিলে উপ-নির্বাচনে বিজয়ী হন শিরীন শারমিন।

একাদশ সংসদ নির্বাচনেও শেখ হাসিনা পীরগঞ্জের আসনটি ছেড়ে দিলে দ্বিতীয়বারের মতো আসনটি থেকে জয়ী হন তিনি।

দ্বাদশ সংসদ নির্বাচনেও রংপুর-৬ আসনে শিরীন শারমিনকে প্রার্থী করে আওয়ামী লীগ। ৭ই জানুয়ারির ভোটে ১ লাখ ৮ হাজার ৬৩৫ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম। ট্রাক প্রতীকে সিরাজুল পান ৩৬ হাজার ৮৩২ ভোট।

এসকে/ 

স্পিকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ড. শিরীন শারমিন চৌধুরী ডেপুটি স্পিকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250