বৃহস্পতিবার, ২রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপূজায় বেশ কয়েকটি নতুন গান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫০ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বছরের অন্যতম বড় উৎসব দুর্গাপূজা। এ উপলক্ষে নতুন নতুন গান, নাটক, অনুষ্ঠান হয়ে থাকে। এবারও এসেছে বেশ কয়েকটি নতুন গান।

এবার পূজায় শুদ্ধ হোক মানবজাতি

দুর্গাপূজার সঙ্গে মানবকল্যাণের বিষয়কে সমন্বয় করে গানটি লিখেছেন শেখ নজরুল। এতে কণ্ঠ দিয়েছেন চার শিল্পী-পলাশ লোহা, পিজিত মহাজন, অনিন্দিতা সাহা অথি ও প্রিয়াঙ্কা পিয়া। গানটির সুর করেছেন পিজিত, সংগীতায়োজনে ওয়াহিদ শাহিন। পিজিতের নির্দেশনায় ভিডিও ধারণ করেছেন রাহুল।

শিল্পীদের সঙ্গে গানের দৃশ্যে রয়েছেন নৃত্যশিল্পী শ্যামা ও তার দল। ২৮শে সেপ্টেম্বর গানচিত্রটি প্রকাশিত হয়েছে এইচএম ভয়েস ইউটিউব চ্যানেলে।

পিজিত বলেন, ‘আগে থেকে আমরা পরিকল্পনা করেছিলাম, এবারের শারদীয় দুর্গোৎসবে একটি মনমাতানো গান উপহার করব। সে অনুযায়ী প্রস্তুতি চলছিল। সবাই মিলে চেষ্টা করেছি এই ধরণীতে মা দুর্গার আগমন উপলক্ষে একটি সুন্দর গান উপহার দেওয়ার। বাকিটা শ্রোতারা বিবেচনা করবেন।’

দেবী বিসর্জন ও বলো দুর্গা মাইকি

পূজা উপলক্ষে দুটি গান নিয়ে এসেছেন সংগীতশিল্পী রাকা পপি। একটির শিরোনাম ‘দেবী বিসর্জন’, অন্যটি ‘বলো দুর্গা মাইকি’।

গান দুটির কথা লিখেছেন রামানন্দ সরকার। যৌথভাবে সুর করেছেন রামানন্দ ও রাকা। দুটি গানেরই সংগীতায়োজনে অপু আমান। আর ভিডিওতে মডেলও হয়েছেন শিল্পী রাকা। গানগুলো শিল্পীর নিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে।

রাকা বলেন, ‘আমাদের সবচেয়ে বড় উৎসব এই দুর্গাপূজা। তাই আনন্দের দিনে দুটি গান উপহার দিলাম শ্রোতাদের। আশা করছি, গানগুলো তাদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে।’

মহাদুর্গা

সোমবার (২৯শে সেপ্টেম্বর) ইউটিউবে এসেছে গানচিত্র ‘মহাদুর্গা’। ‘কাশফুলে মাগো ছেয়ে গেছে দেখো, প্রকৃতি সেজেছে দিকে দিকে/তোমার আগমনী তিথিতে মাগো’-এমন কথার গানটি লিখেছেন সঞ্জীবন চক্রবর্তী। ভবসিন্ধুর সুরে সংগীতায়োজন করেছেন শামীম হাসান। গানটিতে কণ্ঠ দিয়েছেন ভজন খেপা, ভবসিন্ধু, সোহাগ, তন্বী সাহা ও মৌমিতা বিশ্বাস। 

গানটি প্রসঙ্গে সুরকার ও শিল্পী ভবসিন্ধু বলেন, ‘এটি শুধু একটি গান নয়, আমার কাছে আবেগের জায়গা। দুর্গাপূজার আনন্দ আর ভক্তি আমরা গানে ধারণ করার চেষ্টা করেছি। আশা করি, শ্রোতারা গান শুনে উৎসবের আবহ আরো গভীরভাবে অনুভব করবেন।’

আমার রাত পোহাল শারদ প্রাতে

এবারের দুর্গাপূজায় অন্যতম ব্যস্ত শিল্পী দেবলীনা সুর। টিভি থেকে লাইভ অনুষ্ঠান, সবখানে তার উপস্থিতি। এ ছাড়া দুটি গানও করেছেন। একটি অবশ্য বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেল। অন্যটি রবীন্দ্রসংগীত ‘আমার রাত পোহাল শারদ প্রাতে’। মঙ্গলবার (৩০শে সেপ্টেম্বর) এটি প্রকাশ করেছেন নিজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন সৌরভ চ্যাটার্জি।

সত্যি ভালোবাসি

প্রায় প্রতি দুর্গাপূজায় নতুন গান নিয়ে আসেন সমরজিৎ রায়। এবারও তার ব্যত্যয় ঘটেনি। প্রকাশ করেছেন ‘সত্যি ভালোবাসি’ শিরোনামের একটি গান। এতে সমরজিতের সঙ্গে কণ্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা গোপ। গানের কথা লিখেছেন মিজানুর রহমান সামি। 

সুর-সংগীতে সমরজিত। গানের ভিডিওতেও অংশ নিয়েছেন শিল্পীদ্বয়। সমরজিৎ বলেন, ‘আমি মূলত শাস্ত্রীয় ধারার গান করি। তবে এবার একদম মিষ্টি প্রেমের গান করলাম। আশা করি, দুর্গাপূজার আমেজে গানটি শ্রোতাদের মনে ধরবে।’

একই ভুল হবে না আর

জুটি মিউজিকের ইউটিউব চ্যানেলে এসেছে নতুন গান ‘একই ভুল হবে না আর’। টুনাই দেবাশীষ গাঙ্গুলির সুরে গেয়েছেন শোভন গাঙ্গুলি। লিখেছেন জুলফিকার রাসেল। গায়ক শোভন বলেন, ‘গীতিকার ও সুরকার দুজনই আমার খুব পছন্দের মানুষ। তাদের কথা ও সুরে গানটি করতে পেরে ভালো লেগেছে। বিশ্বাস আছে, শ্রোতা-দর্শকদেরও গানটি ভালো লাগবে।’

জে.এস/

শারদীয় দুর্গাপূজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250