শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে যাচ্ছে *** ঢাকায় পৌঁছেছেন ডা. জুবাইদা *** কলকাতায় পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড *** নির্বাচনে সহায়তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসংঘ *** কাফু–ক্যানিজিয়ার সঙ্গে ঢাকায় নৈশভোজের সুযোগ *** নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা *** প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা *** খালেদা জিয়াকে নিয়ে নির্মিত সরকারি ডকুমেন্টারি প্রকাশ *** একটি মানবশিশুকে যেভাবে পাহারা দিলো চারটি কুকুর *** অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে: নজরুল ইসলাম খান

আবারো কনসার্টের মাঝে কেন গান থামিয়ে দিলেন অরিজিৎ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০০ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বলিউডের বর্তমান প্রজন্মের সংগীতশিল্পী অরিজিৎ সম্প্রতি নেপালে কনসার্ট করতে গিয়েছিলেন। ভারতের মতো সেখানেও উপচে পড়েছিল শ্রোতা-দর্শকদের ভিড়। সেই কনসার্ট থেকে ভাইরাল হয়েছে একাধিক ভিডিও, তবে একটি ভিডিও বিশেষ নজর কেড়েছে নেটিজেনদের। ঝড়ের গতিতে ভাইরাল সেই ভিডিও।

নেপাল কনসার্টের ভাইরাল ভিডিওতে দেখা যায় গান গাইতে গাইতে হঠাৎ করেই কনসার্টের মাঝে গান থামান অরিজিৎ। মুখে হাসি রেখেই অরিজিৎ নিজস্ব স্বভাবেই নিজের বিরক্তির কথা শেয়ার করেন দর্শক-শ্রোতাদের সঙ্গে।

অরিজিৎ বলেন, থামুন, থামুন। প্রথমে আমার একটা কথা শুনুন। অনেকেই আমার গান শোনেন না কিন্তু মস্তি করতে, হাসি-ঠাট্টা করতে এখানে এসেছেন। যারা সত্যি আমার গান শোনেন তাদের উদ্দেশে একটা কথা বলতে চাই। এই কাজটা আমার একদম পছন্দ নয় (ইশারায় হাতে ধরে থাকা লাল রুমাল ও পেনের দিকে)।

তিনি আরও বলেন, আমার ছবি তোলাও পছন্দ নয়, আমার অটোগ্রাফ দেওয়াও পছ্ন্দ নয়। আমার মনে হয়, ছবি তোলা, অটোগ্রাফ দেওয়া এগুলো সময় নষ্ট। তাই গাইতে গাইতে সেই কাজ করি। সবচেয়ে ভালো হয় যদি আমাকে এই কাজ করতে না হয়। কিন্তু আপনারা তো কথা শোনেন না। তাই করে যাচ্ছি।

এই প্রথম নয়, এর আগেও অটোগ্রাফ দেওয়ায় অরিজিৎ বিরক্তির কথা জানিয়েছিলেন। প্রায় একই রকম ঘটনা ঘটেছিল গতমাসের শুরুতে অরিজিতের চণ্ডীগড় কনসার্টে। সেই সময়ও অরিজিৎ জানিয়েছিলেন অটোগ্রাফ দিতে পছন্দ করেন না তিনি কারণ এটা গানে ব্যাঘাত ঘটায়।

আরো পড়ুন: নজর কেড়েছেন ঘাম ঝরানো লুকে শ্রুতি হাসান

ওই কনসার্টেই এক ভক্ত অরিজিতকে তার প্রয়াত মায়ের ছবি বাঁধিয়ে উপহার দেন, যা হাতে পেয়ে আবেগে আপ্লুত হন তিনি। অপলক চোখে তাকিয়ে থাকেন মায়ের ছবির দিকে, ইশারায় ওই ভক্তকে ধন্যবাদ জানাতে ভোলেননি অরিজিৎ।

ফ্যানদের কারণেই মাঝে মাঝেই বিপত্তির মুখে পড়েন অরিজিৎ। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছিল একটি ভিডিও। যেখানে গাড়ি থেকে তিনি এক অনুরাগীকে বুঝিয়ে বলছেন যে এরকম করা কেন উচিত হয়নি তার।

জিয়াগঞ্জে থাকেন অরিজিৎ, সেখানেই এক অনুরাগী তাকে এক ঝলক দেখার জন্য বারংবার হর্ন দিতে থাকে। তাতেই বিরক্ত হন অরিজিৎ। তবে ফ্যানের প্রতি তার ব্যবহারে মুগ্ধ ছিল সোশ্যাল মিডিয়া।

এসি/ আই. কে. জে/ 


অরিজিৎ সিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250