বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমি গান গাইতে এসেছি , অটোগ্রাফ দিতে নয় : অরিজিৎ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৯ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

এই মুহূর্তে বিশ্বের হার্টথ্রব গায়ক অরিজিৎ সিং। লাখ লাখ টাকায় বিক্রি হয় তাঁর কনসার্টের টিকিট। বিতর্ক এড়িয়ে শনিবার চণ্ডীগড়ে পারফর্ম করলেন জিয়াগঞ্জের ভূমিপুত্র। তাঁকে দেখতে অনুরাগীদের উপচেপড়া  ভিড়। খাকি হুডি আর কালো প্যান্টে মঞ্চে ঝলমলে অরিজিৎ। এদিনের কনসার্ট জমে উঠেছিল রণবীর কাপুরের উপস্থিতিতে। 

গিটার হাতে একের পর এক হিট গান গেয়েছেন অরিজিৎ। কখনও কবীরা তো কখনও চন্না মেরেয়া গেয়ে মন জিতে নিলেন সবার। কনসার্ট চলাকালীন প্রিয় তারকাকে একবার ছুঁয়ে দেখার হিড়িক। সবাই ক্যামেরা উঁচিয়ে এই বিরল মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ব্য়স্ত।

অনেকের আবার চাই অরিজিতের অটোগ্রাফ। এরজন্য একের পর এক টি-শার্ট, ক্যাপ, কাপড়ের টুকরো কিংবা রুমাল উড়ে আসছে অরিজিৎ-এর কাছে। গান গাইতে গাইতেই অটোগ্রাফ বিলিয়ে চলেছেন তিনি।

আরো পড়ুন: ‘টাইগার-থ্রি’তে সালমান-শাহরুখের সঙ্গে রয়েছেন হৃত্বিকও

মাঝে আচমকাই স্টেজের মধ্য়ে হাঁটু মুড়ে বসে পড়েন অরিজিৎ। তাঁকে বলতে শোনা গেল, ‘এখানে যে মহিলা রয়েছেন, উনি বলছেন- আপনি এটা বন্ধ করুন আর গান করুন। আমি একদম সহমত। আমি এখানে সত্যি তো এটা (ইশারা হাতে থাকা পেন ও রুমালের দিকে) করতে আসেনি।

এটা তো অন্য় কোথাও করা যেত। কিছুক্ষণের জন্য এটা বন্ধ থাকুক। আপনারা অনুরোধ করেই চলেছেন, আমিও বারণ করতে পারছি না। আমি তো এখানে গান গাইতেই এসেছি।’

কনসার্টের ফাঁকে খুদে ভক্তদের সঙ্গে কথা বলতে দেখা গেল অরিজিতকে। আট থেকে আশি সবার ফেবারিট গায়ক অরিজিৎ সিং তা তো স্পষ্টই। 

বলিউডের ছবির অ্যালবাম এখন অসম্পূর্ণ অরিজিতের গান ছাড়া। টাইগার ৩-তে সালমানের হয়ে প্লে-ব্যাক করেছেন। রণবীরের অ্যানিম্যাল ছবিতে রয়েছে অরিজিতের সাতরঙ্গা।

এসি/ আই.কে.জে/


অরিজিৎ কনসার্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250