ইরাকের রাষ্ট্রদূত ফজলুল বারী
আরও এক বছর পদে থাকছেন ইরাকের রাষ্ট্রদূত মো. ফজলুল বারী। জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার (১৬ আগস্ট) তাকে এক বছর মেয়াদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী- তার পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে আগামী ৩০ সেপ্টেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে রাষ্ট্রদূত পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এ চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এসকে/