শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আরও ১০ বছর কানাডার বাজারে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৪ পূর্বাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

ফাইল ছবি

কানাডার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির শুল্কমুক্ত সুবিধা আরও ১০ বছর বাড়ানো হয়েছে। এতে করে আগামী ২০৩৪ সাল পর্যন্ত দেশটিতে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে কোনো শুল্ক দিতে হবে না। 

সোমবার (২৮ আগস্ট) গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান।

তিনি বলেন, “কানাডার বাজারে দেশটির সরকার বাংলাদেশকে আরও ১০ বছর শুল্কমুক্ত পোশাক পণ্য রপ্তানির সুবিধা দিয়েছে। তার জন্য নতুন করে জিপিটি স্কিমের মেয়াদ দিয়েছে ২০৩৪ সাল পর্যন্ত। এ জন্য কানাডা সরকারকে স্বাগত জানাই। গত জুনে বিলটি পাস হয়েছে।”

তিনি আরও বলেন, “কানাডা সরকারের সিদ্ধান্ত বাংলাদেশের পোশাক শিল্পকে নিরাপদ, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব এবং টেকসই কর্মক্ষেত্রে রূপান্তরের পাশাপাশি দেশের সামগ্রিক অবকাঠামো উন্নয়নে অবদান রাখবে।” 

উল্লেখ্য কানাডা বাংলাদেশের পোশাক রপ্তানির অন্যতম প্রধান বাজার। গত অর্থবছরে দেশটিতে দেড় বিলিয়ন ডলার সমমূল্যের তৈরি পোশাক রপ্তানি করা হয়েছে।

এম.এস.এইচ/ 

বিজিএমইএ পোশাক রপ্তানি

খবরটি শেয়ার করুন