সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আরো কমেছে আলুর দাম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৮ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানির অনুমতি আরো ১৫ দিন বাড়ানো হয়েছে। এতে হিলি বন্দরে আলুর দাম পাইকাড়িতে কেজি প্রতি কমেছে চার টাকা।

এর আগে প্রকারভেদে প্রতি কেজি আলুর দাম ছিল ৩২ থেকে ৩৮ টাকা। আলুর আমদানির সময় বাড়ায় তা কমে ৩০ থেকে ৩৪ নেমে এসেছে। দাম কমায় খুশি পাইকাড়রা।

শনিবার (২রা ডিসেম্বর) সকাল থেকে এসব ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে।

হিলি স্থলবন্দরের পাইকার আলু ব্যবসায়ী আইয়ুব আলী বলেন, আমরা হিলি স্থলবন্দর থেকে আলু ক্রয় করে দেশের বিভিন্ন মোকামগুলোতে সরবরাহ করে থাকি। কিন্তু আমদানির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই খবরে আলুর দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করে। এ সময় দাম বেড়ে প্রতি কেজি আলুর দাম দাঁড়ায় ৩৮ টাকায়। কাটিনাল জাতের লাল আলু দাম ৩৭ থেকে ৩৮ টাকায় উঠে যায়। এছাড়া সাদা দাম বেড়ে ৩২ টাকায় পৌঁছায়। তবে আলু আমদানির সময়সীমা বাড়ানোয় বন্দরে আলু আমদানি হচ্ছে। এতে করে আলুর দাম আবারো কমতে শুরু করেছে। বর্তমানে বন্দরে সাদা আলু ৩০ টাকা, কাটিনাল জাতের লাল আলু ৩৪টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের আলু আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, দেশের বাজারে আলুর সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে গত ৩০ অক্টোবর আলু আমদানির অনুমতি দেয় সরকার। হিলি স্থলবন্দরের বেশ কয়েকজন আমদানিকারক ৪০ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছে।

তিনি বলেন, আমদানির অনুমতি পাওয়া আমদানিকারকরা এলসি খোলার পর ২ নভেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু করেন। এর পর থেকেই ভারত থেকে আলু আমদানি অব্যাহত আছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গত ৩০ নভেম্বর ছিল আলু

আমদানির শেষ দিন। এর পর থেকে বন্দর দিয়ে আলু আমদানির কথা ছিলনা। তবে আমদানির মেয়াদ বাড়ানোয় গতকাল শুক্রবার সাপ্তাহিক সরকারি ছুটি থাকার কারণে আজ বন্দর দিয়ে পুনরায় আলু আমদানি শুরু-হয়েছে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারি সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, দেশে আলুর বাজার নিয়ন্ত্রণে আনতে গত ৩০ অক্টোবর আলু আমদানির অনুমতি পত্র বা ইমপোর্ট পারমিট দেয় সরকার । ইমপোর্ট পারমিটের মেয়াদ ছিল গত ৩০ নভেম্বর যা এর মধ্যেই শেষ হয়ে গেছে। ব্যবসায়ীদের আবেদন ও বাজার নিয়ন্ত্রণে আমদানির মেয়াদের সময়সীমা ১৫ দিন বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে সরকারের সংশ্লিষ্ট দপ্তর।

এর মধ্যেই আমাদের সার্ভারে সেই বিষয়টি আপডেট করা হয়েছে। এর ফলে যেসব প্রতিষ্ঠান আমদানির অনুমতি পেয়েছে তারা আজ সকাল থেকে আমদানি করেছে।

ওআ/

আলু

খবরটি শেয়ার করুন