ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া শুক্রবার (১৮ আগস্ট) আর্জেন্টিনার ক্লাব সোল দ্যা মায়োতে যোগ দিয়েছেন।
জামালের ভেরিফাইড ফেসবুক পেজে করা একটি পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়।
পেজে প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, বাংলাদেশের পতাকা ও জামালের নাম লেখা নতুন জার্সি রাখা হয়েছে টেবিলে। সেখানেই তিনি চুক্তি সাক্ষর করেন। ডেনমার্কে জন্মগ্রহণ করা এই মিডফিল্ডারকে সেখানে বাংলার ও ইংরেজিতে কথা বলতে দেখা যায়। যা স্প্যানিশ ভাষায় দর্শকদের কাছে ব্যাখ্যা করা হচ্ছিল।
জামাল বলেন, “এখন সময় আর্জেন্টিনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার। আমাকে আমন্ত্রণ জানানোয় ধন্যবাদ আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে।”
৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার বলেন, “বাংলাদেশ আমার ভালবাসা। একজন বাংলাদেশী হিসেবে আমি সত্যিই গর্বিত। আমি আমার দক্ষতা দেখাতে চাই। আমি ভালো খেললে আশা করি দুই-তিন বা তার বেশি বাংলাদেশি এখানে এসে খেলবে।”
তিনি আরও বলেন, “আমার অনেক অভিজ্ঞতা আছে। অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। আমি আশা করবো নিজের এই অভিজ্ঞতা দিয়ে সোল দে মায়োকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো।”
দলে ছয় নম্বর জার্সি পরেন জামাল। ক্লাবেও তাকে একই জার্সি দেওয়া হয়েছে।
গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে খেলা জামাল আগে ঢাকা ট্রিবিউনকে বলেছিলেন, “নতুন চুক্তি হবে ১৫ মাসের।”
জামাল যে সোল দ্যা মায়োর হয়ে চুক্তি করেছেন বা করছেন, তেমনটা শোনা যাচ্ছিল গত দুই মাস ধরেই। বাংলাদেশ অধিনায়ককে পাওয়ার জন্য গত ফেব্রুয়ারি থেকেই চেষ্টা করেছে আর্জেন্টাইন ক্লাব সোল দ্যা মায়ো।
গত ৯ আগস্ট আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের বিমানবন্দরে জামালকে সোল দ্যা মায়োর বরণ করে নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
জামালের ঘনিষ্ঠজন থেকে জানা যায় আর্জেন্টাইন ক্লাবটির সঙ্গে দেড় মৌসুমে মাসপ্রতি প্রায় ১৫ হাজার ডলারে চুক্তি সেরেছেন বাংলাদেশ অধিনায়ক।
ওআ/
খবরটি শেয়ার করুন