প্রতীকী ছবি
ঘরের মাঠের ওয়ানডে সিরিজে বেশ দাপট দেখিয়েই আয়ারল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। এবার অ্যাওয়ে সিরিজেও তাদের হারানোর লক্ষ্যে টাইগাররা। ইংল্যান্ডের চেমসফোর্ডে আজ (৯ মে) বাংলাদেশ সময় পৌনে ৪টায় ম্যাচটি শুরু হবে।
আইরিশদের মাঠে নয়, নিরপেক্ষ ইংল্যান্ডের চেমসফোর্ডে খেলবে তামিম ইকবালের দল। যদিও বৃষ্টির কারণে এই সিরিজ নিয়ে শঙ্কা রয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষের সিরিজটি দেশের কোনো টিভি চ্যানেলে দেখার সুযোগ নেই টাইগারভক্তদের। তবে আইসিসি টিভিতে দর্শকরা কোনো চার্জ ছাড়াই ম্যাচগুলো দেখতে পারবেন।
বর্তমানে ইংল্যান্ডের তাপমাত্রা ১২ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আকাশে মেঘের আনাগোনা থাকায় এই তাপমাত্রাতেও হাড়ে কাঁপন ধরায় ঝিরিঝিরি বাতাস। নাতিশীতোষ্ণ অঞ্চল থেকে যাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের যেটা তীব্র শীতের অনুভূতি দিচ্ছে। এ ধরনের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে লম্বা কিছু অনুশীলন সেশনের প্রয়োজন হয়। তবে বৃষ্টির কারণে ঠিকঠাক প্রস্তুতি হয়নি।
গতকাল এসেক্সের আকাশ মেঘলা থাকলেও অনুশীলন করার পরিবেশ ছিল। পুরো এক সপ্তাহ অপেক্ষার পর এদিন ম্যাচ ভেন্যু এসেক্সের দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে গিয়েছিলেন ক্রিকেটাররা। অনুশীলনও করেছেন সেখানে। পিচ দেখে একাদশ সমন্বয় ইস্যুতে আলাপ-আলোচনা শেষে একটা যৌক্তিক সিদ্ধান্তে উপনীতও হতে পেরেছেন সবাই।
পাঁচজন নিয়মিত ব্যাটারের সঙ্গে দু’জন অলরাউন্ডার আর চারজন বোলার নিয়ে একাদশ সাজানোর চিন্তা-ভাবনা। এর কারণও রয়েছে, ছয়জন বোলার থাকলে অধিনায়কের জন্য সুবিধা হয়। সে ক্ষেত্রে তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেনের সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীকে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই।
আলাপ-আলোচনা যাই হোক না কেন, একাদশ চূড়ান্ত হবে আজ সকালে। কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, 'সে (মিরাজ) নিখাদ ব্যাটার। টেস্ট এবং ওয়ানডেতে শতক রয়েছে। আমরা তাকে অলরাউন্ডার হিসেবে মূল্যায়ন করি। আমাদের আরেকজন অলরাউন্ডার রয়েছে– সাকিব আল হাসান। আমরা কম্বিনেশন করার ক্ষেত্রে সৌভাগ্যবান। অতিরিক্ত ব্যাটার বা বোলার নিয়ে খেলতে পারি।'
আরো পড়ুন: চেমসফোর্ডে বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে পুরো সিরিজই
বিশ্বকাপ সুপার লিগের সিরিজ হওয়ায় কোচ চন্ডিকা হাথুরুসিংহে আর অধিনায়ক তামিম ইকবাল সেরা দল নিয়েই খেলতে গেছেন। অর্থাৎ ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ খেলা ক্রিকেটাররাই সুযোগ পেয়েছেন ইংল্যান্ডে খেলার। আজকের ম্যাচে তাই পরীক্ষা–নিরীক্ষা করা হবে না। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা থাকবে প্রথম দুই ম্যাচ সেরাদের নিয়ে খেলে সিরিজ নিশ্চিত করে শেষ ম্যাচে এক-দুটি জায়গা পরখ করে দেখা।
বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী।
এম/
খবরটি শেয়ার করুন