সোমবার, ১লা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ১০ই মে ২০২৩

#

ফাইল ছবি

চলতি বছরের অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তবে এখনও বিশ্বকাপের সূচি প্রকাশ করেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে আসন্ন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কোন দুটি দল খেলবে সেই তথ্য প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ। 

ক্রিকবাজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, আগামী ৫ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এছাড়া বিশ্বকাপের আয়োজক দেশ ভারত চেন্নাইয়ে নিজেদের প্রথম ম্যাচে লড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে। 

আরো পড়ুন: ইন্টার ও এসি মিলানের দ্বৈরথ আজ

ভারতের ১২টি শহরে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টানা ৪৬ দিন চলবে এবারের বিশ্বকাপ। এখন পর্যন্ত বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করেছে স্বাগতিক ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। আর বাকি দুই দল বাছাই পর্ব খেলে জায়গা নেবে বিশ্বকাপের মূল পর্বে।  

এম/

 

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ!

খবরটি শেয়ার করুন