ছবি: সংগৃহীত
ওয়াচ হিস্টোরি চালু করা না থাকলে ভিন্ন কৌশলে দেখা যাবে ইউটিউব। পেজ ভর্তি সাজেস্টেড ভিডিও দেখা যাবে না সেটা চালু না থাকলে। গুগল জানায়, ভিউয়ের নতুন এক্সপেরিয়েন্স আনতে এমন পরিবর্তন এনেছে তারা।
নতুন এ পরিবর্তনের ফলে ইউটিউবের হোমপেজেও পরিবর্তন আসবে। ফলে ব্যবহারকারীরা সহজেই সার্চ বার এবং বাঁ দিকের মেনু থেকে প্রয়োজনীয় ভিডিও খুঁজে নিতে পারবেন। শুধু তা–ই নয়, এ পরিবর্তনের ফলে বর্তমানের তুলনায় নিবন্ধন করা চ্যানেলের ভিডিওগুলো সহজে দেখার সুযোগ মিলবে।
নতুন এ সুবিধা চালুর বিষয়ে ইউটিউবের সাপোর্ট পেজে বলা হয়েছে, ইউটিউবে ভিডিও দেখার ইতিহাস বা ওয়াচ ওয়াচ হিস্ট্রি সুবিধা বন্ধ থাকলে এবং কোনো ভিডিও দেখার ইতিহাস জমা না থাকলে ফিডে কোনো ভিডিও দেখার পরামর্শ দেখানো হবে না। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ সুযোগ পাবেন।
ইউটিউবের ওয়াচ হিস্ট্রি বন্ধ করতে ইউটিউবের ওয়েবসাইটে প্রবেশ করে গুগলে সাইন ইন করতে হবে। এরপর এই লিংকে প্রবেশের পর নিচে স্ক্রল করে ইউটিউব হিস্ট্রি টগল বন্ধ করলেই ওয়াচ হিস্ট্রি সুবিধা বন্ধ হয়ে যাবে। তবে যেসব ব্যবহারকারী গুগল অ্যাকাউন্ট ছাড়া ইউটিউব ব্যবহার করেন, তাঁদের রিকমেন্ড ভিডিও দেখাবে ইউটিউব।
আর.এইচ
খবরটি শেয়ার করুন