শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ইমরান খানের গ্রেফতারে পাকিস্তানের বিভিন্ন জায়গায় বিক্ষোভের ঝড়

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩১ অপরাহ্ন, ১০ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

মঙ্গলবার, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর চেয়ারম্যান ইমরান খানের গ্রেফতারের পর থেকে সারাদেশে মোবাইল ব্রডব্যান্ড সেবা স্থগিত করেছে পাকিস্তান টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়।

এ ব্যাপারে তারা জানায় যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই টেলিকমিউনিকেশন পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

আল-কাদির ট্রাস্ট মামলায় মঙ্গলবার, ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গন থেকে গ্রেফতার করা হয় ইমরান খানকে। তারপর থেকে সারাদেশে টুইটার, ফেইসবুক এবং ইউটিউবের ব্যবহার সীমাবদ্ধ করা হয়।

কিছু কিছু অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করা হয়েছে। মূলত যেকোন ধরনের সংঘাত এড়াতেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।

ইমরান খানের গ্রেফতারের পর থেকে লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, ফয়সালাবাদ, করাচি, কোয়েটা, মারদান, বান্নু এবং চিলাসসহ পাকিস্তান জুড়ে একের পর প্রতিবাদ শুরু করেছে পিটিআই কর্মীরা।

পিটিআই কর্মীরা বাড়িঘর, অফিস, যানবাহনে পাথর ছুঁড়ে এবং ব্যানার ও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে।

ফয়সালাবাদে রানা সানাউল্লাহর বাড়িতে ঢিল ছুড়েছে জনতা। বিশিষ্ট সাংবাদিক তালাত হোসেন জানান, বিক্ষুব্ধ জনতা রাওয়ালপিন্ডির জিএইচকিউ এবং লাহোরে কর্পস কমান্ডারের বাড়িতে অবস্থানরত। তারা এসব জায়গার সিসিটিভি ভাঙচুর করে।

ইমরান খানের গ্রেফতারের পর বিক্ষোভকারীরা লাহোর এবং রাওয়ালপিন্ডির সেনা কমান্ডারদের কম্পাউন্ডে প্রবেশ করে। এসময় তারা সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।

লাহোরের সেনানিবাস এলাকায় পিটিআই সমর্থকরা এক সামরিক অফিসারের বাসভবনে ঢুকে পড়ে। এ নিয়ে একটি ভিডিওবার্তা প্রকাশ পায়, যেখানে দেখা যায় একদল বিক্ষোভকারীরা মুখ ঢেকে লাঠিসোঁটা হাতে নিয়ে অফিসারের বাসভবনে ঢুকে পড়েছে।

খাইবার পাখতুনখোয়া থেকে পিটিআই কর্মীরা ইমরানের গ্রেফতারের বিরুদ্ধে প্রাদেশিক পার্টির সভাপতি ড. মুহাম্মদ ইকবালের নেতৃত্বে লাকি মারওয়াত জেলার রাস্তায় জড়ো হয়।

পিটিআই সমর্থকেরা টায়ার জ্বালিয়ে সিন্ধু হাইওয়ে বন্ধ করে দেয়। এদিকে পেশোয়ারে পিটিআই সমর্থকেরা দোকানপাট বন্ধ করে দেয়। এছাড়াও, ইমরান খানের গ্রেফতারের পর পাঞ্জাব এবং ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আরো পড়ুন: আল কাদির ট্রাস্ট মামলা কী?

লাহোরে, সিনেটর এজাজ চৌধুরীর নেতৃত্বে পিটিআই সমর্থকেরা লিবার্টি চকে জড়ো হয়। কর্মীরা আকবর চক, পেকো রোড, মেইন ক্যানাল রোড এবং ফয়সাল টাউনও বন্ধ করে দিয়েছে।

বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে জোট সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। ইমরানের জামান পার্কের বাসার বাইরে পিটিআই সমর্থকেরা সরকারি ব্যানারও ছিঁড়ে ফেলে।

পেশোয়ারের হস্তনগরীতেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।

 

পাকিস্তান ইমরান খান বিশ্ব সংবাদ বিক্ষোভ গ্রেফতার

খবরটি শেয়ার করুন