শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইলেকশন নয় সিলেকশনে জনপ্রতিনিধি ঠিক হচ্ছে এবার: মঈন খান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এরই মধ্যে হয়ে গেছে জনগণও তা জানে- এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেন, ইলেকশন নয় সিলেকশনে জনপ্রতিনিধি ঠিক হচ্ছে এবার।

মঙ্গলবার (২রা জানুয়ারি) ভোট বর্জনের দাবিতে বিকেলে গুলশানে লিফলেট বিতরণ করে এসব কথা বলেন মঈন খান।

তিনি আরও বলেন, আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। আমরা নির্বাচন প্রক্রিয়ায় বাধা দিচ্ছি না এ নির্বাচন আমরা পরিহার করছি।

আরো পড়ুন: অবৈধ নির্বাচনের মাধ্যমে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে: রিজভী

বিএনপির লক্ষ্য ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, সেই লক্ষ্যে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে, চলবে।

মঈন খান বলেন,দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনা মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে গণতন্ত্র ফিরিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই আমরা এ লিফলেট বিতরণ করছি। মানুষের কাছে সেই বার্তাই পৌঁছে গেছে এটি কোনো নির্বাচন নয়, এটি নির্বাচনের নামে একটি খেলা মাত্র।

এসকে/ 

বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ড. আব্দুল মঈন খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন