শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মালিক-ডি ভিলিয়ার্সদের ফাইনাল আজ, খেলা দেখবেন কোথায় *** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ

ইসরায়েলে হামলায় আটকে পড়া নুসরাত ভারুচা ভারতে ফিরছেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৯ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইসরাইলে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। সেই দেশে হামাসের হামলা চালানোর পর থেকেই অভিনেত্রীকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তার টিম, পরিবার ও ভক্তরা।  

তবে ইসরায়েলে হামাসের হামলায় আটকে পড়ার পরে বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচার সঙ্গে যোগাযোগ করতে পেরেছে তাঁর পরিবার। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নুসরাত নিরাপদে আছেন এবং ভারতীয় দূতাবাসের সহায়তায় ইসরায়েল থেকে তিনি এখন ভারতের পথে।

নুসরাতের মুখপাত্র পিটিআইকে বলেন, ‘আমরা অবশেষে নুসরাতের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছি। দূতাবাসের সহায়তায় তাঁকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে। আমরা সরাসরি ফ্লাইট পাইনি, তাই তিনি একটি ট্রানজিট ফ্লাইটের মাধ্যমে বাড়ির পথে আছেন।’

তাঁরা আরও বলেন, ‘নিরাপত্তার স্বার্থে আমরা আর কিছু জানাতে পারছি না, তবে তিনি ভারতে অবতরণ করার সঙ্গে সঙ্গে আমরা সবাইকে অবহিত করব। ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে তিনি নিরাপদে ভারতের পথে আছেন।’

এদিকে নুসরাতের মা ইন্ডিয়া টিভিকে জানিয়েছেন, ‘আমরা এখন খুব খুশি, আমার মেয়ে নিরাপদে ফিরছে।’

আরো পড়ুন: প্রথমবার ট্রান্সজেন্ডার নারী হলেন ‘মিস পর্তুগাল’

এর আগে আজ রোববার নুসরাত ভারুচার টিমের এক সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘নুসরাত দুর্ভাগ্যবশত ইসরায়েলে আটকে পড়েছেন। হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে তিনি সেখানে গিয়েছিলেন। শেষবার যখন আমি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম শনিবার দুপুর ১২.৩০-এর দিকে, তখন তিনি একটি বেসমেন্টে নিরাপদ ছিলেন।

নিরাপত্তার জন্য আর বিস্তারিত প্রকাশ করা যাবে না। তারপর থেকে আমরা সংযোগ করতে পারছিলাম না। তাঁকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা করছি এবং আশা করি তিনি সুস্থ এবং অক্ষত অবস্থায় ফিরে আসবেন।’

হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁর ছবি ‘আকেলি’ প্রদর্শিত হয়েছে। নুসরাত ভারুচা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন সাহি হালেভি, আমির বওত্রাস, নিশান্ত দাহিয়া ছাড়াও অনেকেই।

এসি/ আই. কে. জে/ 


ইসরাইল নুসরাত ভারুচা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন