রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে কী বলছে রাশিয়া-ইউক্রেন-আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৩ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি কোলাজ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠী হামাস গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরায়েলে। শনিবারের (৭অক্টোবর) এই হামলায় এখন পর্যন্ত ৪০ ইসরায়েলি নিহত হয়েছেন। আর ইসরায়েলের পাল্টা হামলায় প্রাণ গেছে ১৬১ জন ফিলিস্তিনির। হামলা-পাল্টা হামলার এই ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশ উভয় পক্ষের প্রতি অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে।

হামাস-ইসরায়েলের চলমান সংঘাতের বিষয়ে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে রাশিয়া। দেশটি অবিলম্বে উভয়পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর এবং সংযমের আহ্বান জানিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ‘ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত পরিস্থিতি তীব্র রূপ ধারণ করায় মস্কো সবচেয়ে ‘গুরুতর উদ্বেগ’ প্রকাশ করেছে।

তিনি বলেন, রাশিয়ার অবস্থান অপরিবর্তিত রয়েছে। আর তা হলো এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা; যা কেবল কূটনৈতিক উপায়েই সম্ভব।

জাখারোভা বলেন, ‘আমরা ফিলিস্তিনি ও ইসরায়েলি পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতি, সহিংসতা পরিত্যাগ, প্রয়োজনীয় সংযমের চর্চা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় মধ্যপ্রাচ্যে ব্যাপক, দীর্ঘস্থায়ী এবং বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনার প্রক্রিয়া শুরু করার আহ্বান জানাই।’

এদিকে জেরুজালেম-গাজা উত্তেজনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি আমাদের প্রতিশ্রুতি ও সমর্থন অটুট রয়েছে। তাছাড়া আমি বেসামরিক নাগরিকদের উপর এই জঘন্য হামলায় যারা প্রাণ হারিয়েছে, তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।

শনিবার (৭ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে লয়েড অস্টিন আরও বলেন, ইসরায়েলের বেসামরিক নাগরিকদের সন্ত্রাসের হাত থেকে রক্ষা করতে হবে ও আমরা নিশ্চিত করবো যে, আত্মরক্ষার জন্য যা যা প্রয়োজন তা ইসরালের কাছে আছে। ভবিষ্যতেও ইসরায়েলের বেসামরিক নাগরিকদের সহিংসতার হাত থেকে রক্ষা করতে কাজ করে যাবে পেন্টাগন।

অন্যদিকে, ইসরায়েলে হামাসের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন রাশিয়ার সাথে যুদ্ধরত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইসরায়েলে হামাসের যোদ্ধাদের অনুপ্রবেশের নিন্দা জানিয়ে তিনি বলেন, যে সন্ত্রাসীরা ইসরায়েলে অনুপ্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী তাদের ধ্বংস করবে বলে তার দেশ বিশ্বাস করে।

টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে জেলেনস্কি বলেন, ইসরায়েল থেকে ভয়ঙ্কর সংবাদ আসছে। সন্ত্রাসী হামলায় যাদের পরিবার এবং বন্ধুরা প্রাণ হারিয়েছেন তাদের সবার প্রতি আমার সমবেদনা। 

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি ইসরায়েলে শৃঙ্খলা পুনরায় প্রতিষ্ঠিত এবং সন্ত্রাসীরা ধ্বংস হবে।’ ইসরায়েলের আত্মরক্ষার অধিকার প্রশ্নাতীত বলে মন্তব্য করেছেন তিনি।

একে/


রাশিয়া আমেরিকা ইউক্রেন ফিলিস্তিন ইসরায়েল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250