প্রতীকী ছবি
শেষ হয়ে এলো রহমত-বরকত-নাজাতের অমিয়ধারায় সিক্ত আত্মশুদ্ধির সিয়াম সাধনার অসামান্য পুণ্যময় মাস। আকাশ-বাতাস মন্দ্রিত করে এখন ভেসে বেড়াচ্ছে ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানি তাগিদ’—এই ভূবন কাঁপানো সুরের ঊর্মি-তরঙ্গ। মনপ্রাণ উচ্ছলে উঠছে ঈদের আনন্দ-রোশনাইয়ে। পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা শেষে অফুরন্ত আনন্দ-খুশির সওগাত নিয়ে আসছে ঈদুল ফিতর।
সবচেয়ে বড় উৎসবের আনন্দ উপভোগের আশায় উদ্বেলিত গোটা বিশ্বের মুমিন-মুসলমানের প্রাণ। এখন অধীর প্রতীক্ষা সাঁঝবেলায় পশ্চিমাকাশে শাওয়ালের কাস্তের মতো এক ফালি নতুন বাঁকা চাঁদ অবলোকন করা। ঘরে ঘরে মানুষ আনন্দ উদ্বেলিত। আকাশে বাঁক ঘুরে চাঁদ আসবে ছবির মতো।
আজ শুক্রবার শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা গেলে আগামীকাল শনিবার সারা দেশে যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। তবে রমজান মাস ৩০ দিন হলে ঈদ হবে আরও এক দিন পরে রবিবার।
প্রিয়নবী হজরত মুহাম্মদ সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, চাঁদ দেখে রোজা পালন করবে এবং চাঁদ দেখে ঈদ উদযাপন করবে। তিনি বলেছেন, চান্দ্র মাস ২৯ দিনেও হয় আবার ৩০ দিনেও হয়। যদি আকাশে মেঘ থাকায় চাঁদ দেখা না যায় তবে ৩০ দিনের গণনা পূর্ণ করবে।
ঈদুল ফিতর আরবি শব্দ। ঈদ অর্থ আনন্দ, উৎসব, খুশি। আর ফিতর অর্থ ভাঙা, চিরা, ভাঙন। ঈদুল ফিতর অর্থ হলো—রোজা ভাঙার পর্ব বা উৎসব। ঈদের শাব্দিক অর্থ হলো ‘বারবার ফিরে আসা’। এ দিনটি বারবার ফিরে আসে বলে এর নামকরণ হয়েছে ঈদ। আল্লাহ তাআলা এদিনে তার বান্দাকে নিআমাত ও অনুগ্রহ দ্বারা বারবার ধন্য করে থাকেন, বারবার ইহসান করেন।
এই দিনে ধনি-গরিব, বাদশাহ-ফকির নির্বিশেষে সব মুসলমান এক কাতারে ঈদের নামাজ আদায় করেন, একে অপরকে আলিঙ্গন করেন। পরস্পর বলবেন, ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। অর্থ, আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেকা আমল তথা ভালো কাজগুলো কবুল করুন।’
ঈদের শিষ্টাচার হলো—ঈদ উপলক্ষে সুন্দর পোশাকাদি পরিধান করা, নামাযের জন্য এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে ফেরত আসা, ঈদের দিনে তাকবির দেওয়া।
ঈদ মুসলিম উম্মাহর জাতীয় উৎসব। ঈদুল ফিতরের দিনটি প্রতিটি মুসলমান নারী ও পুরুষের জীবনে তাৎপর্যে ও মহিমায় অনন্য। এক মাস সংযম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধির যে প্রচেষ্টা বিশ্বাসীগণ চালান, ঈদুল ফিতর তারই পূর্ণতার সুসংবাদ।
এম/
আরো পড়ুন:
খবরটি শেয়ার করুন