সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

উত্তর কোরিয়ার মানবাধিকার নিয়ে জাতিসংঘের বৈঠকের বিরোধিতায় চীন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৭ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

উত্তর কোরিয়ায় মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠকের পরিকল্পনার বিরোধিতা করেছে চীন। বেইজিং মনে করে, এতে ‘সংঘাত ও বৈরিতা আরও বাড়বে’। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এখবর জানা যায়। যুক্তরাষ্ট্র, আলবেনিয়া ও জাপান এই বৈঠক অনুষ্ঠানের অনুরোধ জানিয়েছে। আগামী বৃহস্পতিবার এটি হওয়ার কথা। বৈঠকটি অনুষ্ঠিত হলে উত্তর কোরিয়া প্রশ্নে এটি হবে ২০১৭ সালের পর ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। তবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চীনের জাতিসংঘ মিশনের মুখপাত্র গতকাল সোমবার বলেন, "এ ধরনের বৈঠকে অর্থকরী কিছু যোগ হবে বলে চীন মনে করে না এবং চীন এর বিপক্ষে।" তিনি আরও বলেন, "পরিষদের দায়িত্ব আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা, মানবাধিকার প্রতিষ্ঠা নয়।" তবে বৃহস্পতিবার এ ব্যাপারে চীন আনুষ্ঠানিকভাবে ভোট আহ্বান করে বৈঠক ঠেকানোর চেষ্টা করবে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, বিষয়টিকে এগিয়ে নিতে ন্যূনতম ৯টি ভোটের প্রয়োজন। সেটি পাওয়ার ব্যাপারে তারা আত্মবিশ্বাসী। এসকে/

যুক্তরাষ্ট্র, আলবেনিয়া ও জাপান এই বৈঠক অনুষ্ঠানের অনুরোধ জানিয়েছে। আগামী বৃহস্পতিবার এটি হওয়ার কথা। বৈঠকটি অনুষ্ঠিত হলে উত্তর কোরিয়া প্রশ্নে এটি হবে ২০১৭ সালের পর ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। 

তবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চীনের জাতিসংঘ মিশনের মুখপাত্র সোমবার বলেন, "এ ধরনের বৈঠকে অর্থকরী কিছু যোগ হবে বলে চীন মনে করে না এবং চীন এর বিপক্ষে।" 

তিনি আরও বলেন, "পরিষদের দায়িত্ব আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা, মানবাধিকার প্রতিষ্ঠা নয়।"  

তবে বৃহস্পতিবার এ ব্যাপারে চীন আনুষ্ঠানিকভাবে ভোট আহ্বান করে বৈঠক ঠেকানোর চেষ্টা করবে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, বিষয়টিকে এগিয়ে নিতে ন্যূনতম ৯টি ভোটের প্রয়োজন। সেটি পাওয়ার ব্যাপারে তারা আত্মবিশ্বাসী।

এসকে/   

চীন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন