বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

উপকূলীয় নারীদের জীবনমান উন্নয়নে কাজ করবে সবুজ আন্দোলন নারী পরিষদ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৩

#

ছবি: সবুজ আন্দোলন

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সর্বত্র। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বাংলাদেশ নামক ব—দ্বীপ রয়েছে সব থেকে বেশি ঝুঁকিতে। বিশেষ করে দেশের নিম্ন অঞ্চলগুলো পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতায় প্রতিবছর কবলিত হচ্ছে। অতিবৃষ্টি অনাবৃষ্টি উপকূলীয় অঞ্চলের নারী ও শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে তুলছে।

এক্ষেত্রে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন নিয়মিত কাজ করলেও নারী ও শিশুদের জন্য প্রান্তিক পর্যায়ে কাজ করতে সহযোগী সংগঠন হিসেবে নারী পরিষদে ২৬ আগষ্ট ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার এবং মহাসচিব মহসিন সিকদার পাভেল।

সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের অর্থ পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী নিলুফার ইয়াসমিন রুপাকে সভাপতি এবং সাহিন আরা সুলতানাকে সাধারণ সম্পাদক করে উক্ত কমিটি ঘোষণা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি ।

সবুজ আন্দোলন উপকূলীয় নারী

খবরটি শেয়ার করুন