সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঋতুপর্ণাকে নিয়ে যে মজার তথ্য ফাঁস করে দিলেন প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

তাদের ঘিরে অনেক বিতর্ক, গুঞ্জন আর চর্চা। আলাদা আলাদা সংসারে থেকেও একই সঙ্গে উচ্চারিত হয় তাদের নাম। বলা হচ্ছে, প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তের কথা। বহুদিনের পুরোনো জুটি হলেও এখনও তারা জনপ্রিয়তার দিক থেকে এক নম্বরে।

একসঙ্গে বহু হিট-সুপারহিট ছবি উপহার দিয়েছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। একসময়ে পেশাগত সম্পর্কের বাইরেও দুজনের ব‍্যক্তিগত সম্পর্ক নিয়ে চর্চা ছিল তুঙ্গে। ফলে কয়েক বছর একসঙ্গে অভিনয়ও করেননি তারা। ফের যখন জুটি বেঁধে ফিরলেন, তা হলো সুপার-ডুপার হিট। এখন একে অপরের খুবই ভালো বন্ধু তারা।

আরো পড়ুন: পেছন থেকে তামান্নাকে জড়িয়ে ধরলেন ভক্ত!

এর আগে একবার স্টার জলসার জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইসমার্ট জোড়ি’তে অতিথি হয়েছিলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। সেদিন আড্ডার মধ‍্যে এক মজার স্মৃতি শেয়ার করেন প্রসেনজিৎ।

রোমান্টিক দৃশ‍্যের শুটিংয়ের সময়ে কী কাণ্ড ঘটিয়েছিলেন ঋতুপর্ণা—  সেকথা এ দিন ফাঁস করে দেন তিনি। অভিনেতা জানান, একটি ছবিতে রোম‍্যান্টিক নাচের দৃশ‍্য ছিল দুজনের। তার পায়ের কাছে বসতে হত ঋতুপর্ণাকে।

বসেওছিলেন অভিনেত্রী। কিছুক্ষণ পর হঠাৎ প্রসেনজিৎ নাক ডাকার শব্দ পান। দেখেন ক্লান্ত হয়ে তার নায়িকা বসে বসেই ঘুমিয়ে পড়েছেন। সবার সামনে এ কথা ফাঁস করে দেওয়ায় লজ্জায় লাল হয়ে যান ঋতুপর্ণা। কপট রাগে নিজের নায়ককে মেরেও দেন তিনি। দুজনের কাণ্ড দেখে হাসির রোল ওঠে মঞ্চে।

এসি/ আই. কে. জে/ 


ঋতুপর্ণা প্রসেনজিৎ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন