বুধবার, ১৭ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২রা শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগে ফের বিক্ষোভ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

ডেঙ্গু রোগের প্রকোপের কারণে এইচএসসি পরীক্ষা ১৭ আগস্ট শুরু না করে আরও কিছুদিন যেন পিছিয়ে দেওয়া হয়। পরীক্ষা পেছানোর পাশাপাশি তাদের দাবি ৫০ নম্বরে পরীক্ষা নেওয়া হোক। আজও একই দাবিতে বিক্ষোভ করছে পরীক্ষার্থীরা।

আসন্ন এইচএসসি পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে মঙ্গলবার দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবির মধ্যে আছে ‘৫০ মার্কের পরীক্ষা নিতে হবে’, ‘আমাদের দাবি মানতে হবে’, ‘আমরা শিক্ষার্থী আসামি না’।

শিক্ষা বোর্ডগুলো বলছে, এখন পর্যন্ত পরীক্ষা পিছিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। ঘোষিত সময়েই পরীক্ষা শুরু হবে।

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আজ মঙ্গলবার এ-সংক্রান্ত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলাবিষয়ক কমিটির সভা ডাকা হয়েছে। বেলা তিনটায় সভা শেষে এ বিষয়ে প্রেস ব্রিফিং করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আর.এইচ/ আই. কে. জে/ 

ডেঙ্গু ডেঙ্গু আতঙ্ক

খবরটি শেয়ার করুন