রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এক চোখওয়ালা গরুর বাছুরের জন্ম!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অদ্ভুত এক গরুর বাছুর জন্ম নিয়েছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায়। হঠাৎ করে তাকে দেখলে যে কারও মনে পড়ে যাবে গ্রিক পুরাণে বর্ণনা করা এক চোখের দানব সাইক্লোপসের কথা। এক চোখ’ ও নাক ছাড়া জন্মানো এই বাছুরকে দেখতে দূর-দূরান্ত থেকে জয়পুরহাট জেলার ক্ষেতলাল পৌর এলাকার মুন্দাইলে ছুটে আসছেন মানুষ।

সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ক্ষেতলাল পৌর এলাকার মুন্দাইল দক্ষিণ পাড়ার বাসিন্দা আজগর আলী আকন্দ ওরফে লালুর (৭০) বাড়িতে তার পালিত গাভী থেকে ওই বাছুরটির জন্ম হয়।

বৃদ্ধ লালু জানান, গরু-বাছুর পালন করেই আমার দিন যায়। আমার একটা গাভী আজ বাছুর জন্ম দিয়েছে। তার কোনো নাক নেই, একটা চোখ আছে কপালে। বাঁচবে না মরে যাবে বলতে পারছি না। বহু লোক দেখার জন্য আসছে।

প্রতিবেশী একজন জানান, আমার বাড়ির পাশে আমার ভাশুড়ের একটা গাভী আছে। সে গাভীর একটা বাছুর হয়েছে, বাছুরটা ব্যতিক্রমী। বাছুরটার একটা চোখ, নাক নেই, জিহবা লম্বা, নাক না থাকায় মুখদিয়ে নিঃশ্বাস নিচ্ছে। বাছুরটা অন্য সাইজের, দেখতে ভয়ানক। 

আরা পড়ুন: বাড়ছে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি

স্থানীয় কাউন্সিলর হাবিবুল রহমান চৌধুরী বলেন, আমার ওয়ার্ডে লালু আকন্দের বাড়িতে একটি বাছুরের জন্ম হয়েছে। বাছুরটির নাক নেই এবং চোখ একটি। বাছুরই একরকম ‘অলৌকিক’, তাই তা দেখার জন্য এলাকাবাসীর ঢল পড়ে গেছে। বাছুরটি বেঁচে থাকলে চিড়িয়াখানায় রাখা যেতে পারে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাগরিকা কার্জ্জী গণমাধ্যমকে বলেন, উপজেলার মুন্দাইলের দক্ষিণ পাড়া গ্রামের আজগর আলী আকন্দের বাড়িতে একটি বিকলাঙ্গ বাছুরের জন্ম হয়েছে। জেনেটিক ডিজঅর্ডারের কারণে বাছুরটি এ রকম বিকলাঙ্গ হয়েছে। এটার তেমন চিকিৎসা নেই। এসব বাছুর খুব স্বল্প মেয়াদে বাঁচে। বলা যায় কয়েক ঘণ্টা বা কয়েকদিন পর্যন্ত বাঁচতে পারে।

এসকে/ 


গরুর বাছুর এক চোখওয়ালা জয়পুরহাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন