সোমবার, ৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপির সরকার ভারতের সঙ্গে ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতি অনুসরণ করবে *** বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করা হবে: বরকতউল্লা *** অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস কর্মী নুরুলের মৃত্যুর ১২ দিন পর সন্তান জন্ম দিলেন স্ত্রী *** সৌদি আরবে বাংলাদেশি সাধারণ শ্রমিক নিয়োগে ‘মাইলফলক’ চুক্তি *** নিজেকে জুলাই গণ-অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ মনে করেন না তারেক রহমান *** রেগুলেটরি টি সেল আবিষ্কারে চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী *** আমাদের কী মরে প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ: আদালতে দীপু মনি *** সেনাপ্রধানের বক্তব্য বিকৃত করে উদ্দেশ্যমূলক অপপ্রচার চলছে: আইএসপিআর *** শেখ হাসিনার বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি: ভারতীয় পররাষ্ট্রসচিব *** বিশ্বজুড়ে শাসকগোষ্ঠীর প্রতি জেন-জিদের ক্ষোভ ছড়িয়ে পড়ছে

এক সময় ট্রেনের প্ল্যাটফর্মে রাত কাটিয়েছি : অনুপম খের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

চার দশক ধরে বলিউডে সুনামের সঙ্গে অভিনয় করছেন অনুপম খের। বলিউডে নাম লেখা অনুপম খেরকে ভীষণ সংগ্রাম করতে হয়েছে। দীর্ঘদিন এই সংগ্রাম চালিয়েও সহজে মেলেনি ফায়দা। একটা সময় পর মানুষ অনুপমকে জিজ্ঞেস করতে শুরু করেন, মুম্বাইতে তিনি কোনও কাজ পাচ্ছেন কি না।

তবে আজকের এই অবস্থানে আসতে কম কাঠখড় পোড়াতে হয়নি তাকে। চরিত্রাভিনেতা হিসেবে শক্ত অবস্থান গড়ে নিয়েছেন বি-টাউনে।

এক সময় ট্রেনের প্ল্যাটফর্মে রাত কাটাতে হয়েছে তাকে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ খবর জানিয়েছেন অভিনেতা।

এ প্রসঙ্গে অনুপম বলেন, সবাইকে সান্ত্বনা দিতে ভীড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতাম আমি। সঙ্গে থাকত কোনও তারকা অভিনেতার ছবি। সকলের মনে হতো, আমি ওই অভিনেতার সঙ্গে দেখা করেছি। আমার অভিনেতা হওয়ার লড়াইকে বাঁচিয়ে রাখার জন্য এইভাবেই সান্তনা দিতাম নিজেকে এবং সকলকে। 

আমার জন্য পরিবারের সদস্যদের চোখে আশা জাগিয়ে রাখতাম। তবে ঠাকুরদার সঙ্গে সবকিছু শেয়ার করতাম আমি। তাকে কাশ্মীরে চিঠি লিখে বলতাম, এভাবে বেঁচে থাকা নরকের মতো।

আরো পড়ুন: সানি দেওলের যে গোপন কথা ফাঁস করলেন করণ

তিনি আরও বলেন, ঠাকুরদাকে বলতাম, এখানে থাকতে আমার একেবারেই ভালো লাগছে না। সিমলা কিংবা লখনউ বা দিল্লিতে চলে যেতে চেয়েছিলাম।

একজন অভিনেতাকে, একজন মানুষকে ক্রমাগত অপমানিত হতে হয়েছে মুম্বাই শহরে। দিনের পর দিন রেলওয়ে প্লাটফর্মে কাটাতে হয়েছে। ১.৪০-এ শেষ ট্রেন চলে যাওয়ার পর ঘুমতাম প্ল্যাটফর্মে। 

ভোর ৪.৪০-এ প্রথম ট্রেন আসা পর্যন্ত ঘুমতাম। মনে মনে প্রশ্ন করতাম নিজেকে, কেন এসেছি এখানে? তখনই ঠাকুরদা আমাকে বলতেন, অনেক পরিশ্রম করেছ তুমি। বাবা-মা অনেক কষ্ট করে তোমায় মুম্বাই পাঠিয়েছেন। দেড় বছর ধরে তুমি সেখানেই আছ। সবসময় মনে রাখবে, ভেজা মানুষ বৃষ্টিতে ভয় পায় না। এখনও আমার ঠাকুরদার বলা এই লাইনটা মনে পড়লে শিহরণ জাগে।

প্রসঙ্গত, অনুপম ওই সাক্ষাৎকারে আরও জানান, খুব দরিদ্র পরিবারের সন্তান ছিলেন তিনি। ১৪ সদস্যের পরিবার ছিল তাদের। একমাত্র আয়ের উৎস ছিলেন অনুপম খেরের বাবা। তবে পরিবারে অর্থাভাব থাকলেও তারা কেউ কষ্টে ছিলেন না।

এসি/ আই. কে. জে/


অনুপম খের ট্রেনের প্ল্যাটফর্ম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250