শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

‘একতরফা নির্বাচনেও আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৬ পূর্বাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

একতরফা নির্বাচনেও আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আজকে সেই একতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই। এ নির্বাচনে জনগণ যায়নি। গতকাল তারা ব্যালট বাক্স ভরে রেখেছে। 

রোববার (৭ই জানুয়ারি) সকালে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ডাকা হরতাল সফলে সকাল ৯টায় দিকে কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মিছিল করেন রিজভী।

আতঙ্কে আওয়ামী লীগের নেতাকর্মীরা গভীর রাতে সিল মেরে রেখেছে দাবি করে রিজভী বলেন, কারণ তারা অবৈধভাবে ক্ষমতায় আছে। 

বিএনপির আন্দোলন চলছে চলবে উল্লেখ করে রিজভী বলেন, আমি দেশবাসীকে আজকের হরতাল সফল করার আহ্বান জানাচ্ছি। 

আরও পড়ুন: জনগণের ওপর বিশ্বাস আছে, নৌকার জয় হবে: প্রধানমন্ত্রী

মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী প্রমুখ।

এসকে/ 

রুহুল কবির রিজভী অসহযোগ আন্দোলন ভোট বর্জন

খবরটি শেয়ার করুন