ছবি: সংগৃহীত
পডকাস্ট যুক্ত করলো ইউটিউব মিউজিক। যুক্তরাষ্ট্রের প্রিমিয়াম বা মিউজিক প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই ব্যবহারকারী তার অ্যান্ড্রয়েড অথবা আইওএস ডিভাইস ব্যবহার করে চালাতে পারবেন এই পডকাস্ট। এর শো ব্যাকগ্রাউন্ডে চলবে এবং ব্যবহারকারী চাইলে বাহ্যিক কোনও ডিভাইস যেমন স্পিকারে তা চালাতে পারবেন।
তবে এনগেজেট জানায়, এটি আপাতত যুক্তরাষ্ট্রের জন্য চালু হলেও ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শিগগিরিই এটি অন্যান্য এলাকার জন্যও চালু করা হবে। যদিও এ বিষয়ে সময়ের কোনও ধারণা তারা দেয়নি।
আরও পড়ুন: ক্যারেন জ্যাকবসন ।। দ্য জিপিএস গার্ল
গুগলের আগে থেকেই একটি পডকাস্ট অ্যাপ রয়েছে। এটি ইউটিউবের মিউজিক সাবস্ক্রাইবারকে এক করলেও ব্যবহারকারীকে সাইন-আপ করতে উৎসাহিত করবে। তবে ব্যবহারকারী যদি সব কিছুকে একসঙ্গে পেতে চান এবং মূল্য পরিশোধ করে অন-ডিমান্ড মিউজিক শুনতে চান তাহলে এটি স্পটিফাই’র চেয়ে একটি ভালো অপশন হতে পারে বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যমটি।
এমএইচডি/
খবরটি শেয়ার করুন