সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

এডিবির সর্ববৃহৎ ঋণগ্রহীতা পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৪ অপরাহ্ন, ১লা মে ২০২৩

#

২০২২ সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর অর্থায়নে পরিচালিত প্রোগ্রাম বা প্রকল্পের বৃহত্তম প্রাপক হয়ে উঠেছে পাকিস্তান।

সোমবার প্রকাশিত, এডিবি বার্ষিক প্রতিবেদন ২০২২ অনুসারে, ৪০ টি দেশে মোট ৩১৮ কোটি মার্কিন ডলার ঋণ প্রদান করেছে দেশটি। এর মধ্যে পাকিস্তান ৫৫.৮ কোটি মার্কিন ডলার ঋণ গ্রহণ করেছে।

অর্থনৈতিক সংকটের মধ্যে, গত বছর ব্যাংক থেকে ২৬.৭ কোটি মার্কিন ডলার ছাড়পত্র পেয়েছে দেশটি।

তবে দুঃখের বিষয় হলো পাকিস্তান এ অর্থ এমন কোন প্রকল্পে ব্যবহার করেনি যা রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করবে কিংবা ঋণ পরিশোধ করবে। বরং এ অর্থ দিয়ে দেশটি পূর্ববর্তী ঋণ পরিশোধ করেছে।

ভৌগোলিকগতভাবে দুর্বল অবস্থানে রয়েছে পাকিস্তান। গত বছরের বন্যায় প্রায় ১৭০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারায় এবং ৩৩০ লাখ মানুষ ক্ষতির সম্মুখীন হয়।

পরিস্থিতি আরো দুর্বিষহ হয়ে উঠেছে কারণ কোন রাজনৈতিক ব্যক্তিত্বই এই অস্থিতিশীলতা থেকে মুক্তির উপায় খুঁজছেন না।

আইএমএফ এবং এডিবি এর মতো অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো দেশটি থেকে মুখ ফিরিয়ে নিলে পাকিস্তান তার মিত্রদেশের কাছে গিয়ে হাত পাততে বাধ্য হবে। তবে বর্তমানে মিত্রদেশগুলোও পাকিস্তানকে সাহায্য করতে করতে ক্লান্ত।

বৈদেশিক ঋণ গ্রহণ একদিক দিয়ে বৈদেশিক সম্পর্কে সমস্যার সৃষ্টি করে। অর্থনৈতিক অবনতির পাশাপাশি পাকিস্তানের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং সামরিক হস্তক্ষেপ দেশটিকে ধ্বংস করে দিয়েছে।

আইকেজে /

এডিবি এর সর্ববৃহৎ ঋণগ্রহীতা পাকিস্তান

খবরটি শেয়ার করুন