সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

এবার অনশনে চুম্বনকাণ্ডে বহিষ্কৃত রুবিয়ালেসের মা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪২ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

স্পেন নারী ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট রুবিয়ালেস : ফাইল ছবি

গত ২০ আগস্ট সিডনিতে নারী বিশ্বকাপ ফাইনাল শেষে স্পেনের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় জেনিফার হারমোসোর ঠোঁটে চুম্বন করেন ফেডারেশন প্রেসিডেন্ট রুবিয়ালেস। এ ঘটনায় খেলোয়াড়টি বিরক্তি প্রকাশ করে জানান, এতে তার সম্মতি ছিল না।  

এরপর স্পেনের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বমহলে সমালোচনার ঝড় ওঠে। সর্বত্র পদত্যাগের দাবি উঠলেও শুক্রবার রুবিয়ালেস জানান, তিনি পদত্যাগ করবেন না। শনিবার ফিফা তাকে সব ধরণের ফুটবলীয় কর্মকান্ড থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করে। 

এমতাবস্থায় রুবিয়ালেসের মা অ্যাঞ্জেলেস বেজার দক্ষিণের উপকূলীয় শহর মতরিলের এক চার্চের মধ্যে নিজেকে আবদ্ধ করে অনশন ধর্মঘট শুরু করেছেন। স্পেনের সংবাদ সংস্থা ইএফইকে তিনি বলেন, ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য, দিনে-রাতে চলবে। 

তিনি আরো বলেন, তারা আমার ছেলের সঙ্গে যে অমানবিক ও পাশবিক আচরণ করছে সেটি তার মোটেও প্রাপ্য নয়।

আরো পড়ুন: স্প্যানিশ ফুটবল প্রধানকে নিষিদ্ধ করলো ফিফা

এ ঘটনায় মতরিলের ডিভিনা পাস্তোরা চার্চের সামনে ঝড়ো হয়েছেন সংবাদকর্মীরা। এই শহরেই বড় হয়েছেন রুবিয়ালেস।

স্পেন সরকার রুবিয়ালেসকে বহিষ্কার করতে স্পেন স্পোর্টস ট্রাইব্যুনালকে (টিএডি) অনুরোধ জানায়। সোমবার (২৮ আগস্ট) টিএডির বৈঠকের কথা রয়েছে। এছাড়া আজ স্পেন ফুটবল ফেডারেশনের আঞ্চলিক পর্যায়েও সংস্থাগুলোকে নিয়েও জরুরি এক বৈঠকে বসার কথা রয়েছে। 

এদিকে, শনিবার রুবিয়ালেসকে নিষিদ্ধ করার ঘোষণার সময় ফিফা এ-ও বলেছে, স্পেন ফুটবল ফেডারেশন ও এর কর্মকর্তা কিংবা কর্মচারীরা যেন হারমোসোর সঙ্গে যোগাযোগের চেষ্টা না করেন। কারণ, এর আগে হারমোসোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছিল স্পেন ফুটবল ফেডারেশন। 

এসকে/ 

নারী বিশ্বকাপ জেনিফার হারমোসো ফেডারেশন প্রেসিডেন্ট রুবিয়ালেস নিষিদ্ধ

খবরটি শেয়ার করুন