শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

এবার ক্রিকেট ইতিহাসেও লাল কার্ড!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৮ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ফুটবলে লাল কার্ডের প্রচলন নতুন কিছু নয়। কিন্তু ক্রিকেট মাঠেও এবার দেখা গেল লাল কার্ড। লাল কার্ড দেখে ক্রিকেটের ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে মাঠে ছাড়লেন ক্যারিবিয়ান ক্রিকেটার সুনীল নারিন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ম্যাচে লাল কার্ড দেখেন তিনি।

মন্থর ওভার রেটে জরিমানা করেও তেমন লাভ না হওয়ায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) কর্তৃপক্ষ চলতি আসর থেকে লাল কার্ডের শাস্তির বিধান চালু করে। নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে ওভারের কোটা পূরণ করতে না পারলে আম্পায়ার অধিনায়ককে দেখাবেন লাল কার্ড। অধিনায়ক তার দলের যে কোনো একজন ফিল্ডারকে বাইরে বের করে দেবেন। 

সিপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে লাল কার্ড দেখল ত্রিনবাগো নাইট রাইডার্স। সিপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয় সুনীল নারাইনকে। শুধু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেই নয়, বরং ক্রিকেটের ইতিহাসে প্রথম প্লেয়ার হিসেবে লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় নারাইনকে। 

সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে রোববারের ম্যাচে এই সবগুলো শাস্তিই পেতে হয় ত্রিনবাগোকে। অষ্টাদশ ওভারে একজন বাড়তি ফিল্ডার ভেতরে আনতে হয় তাদের। ১৯তম ওভারে আরও একজন ফিল্ডার বৃত্তের ভেতরে আনতে বাধ্য হয় তারা। এরপর শেষ ওভারের ওই লাল কার্ড।

আর.এইচ 

লাল কার্ড

খবরটি শেয়ার করুন