বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

এবার প্রধানমন্ত্রীর বার্তার অপেক্ষায় বান্দরবানবাসী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

সাজ সাজ রব বান্দরবান জেলার ঐতিহাসিক রাজার মাঠ প্রাঙ্গণে। লাগানো হয়েছে বৃহৎ আকারের ৩টি টিভি স্ক্রিন, সাজানো হয়েছে প্যান্ডেল, বসানো হয়েছে ২৫ হাজার চেয়ার। মাঠের চারপাশে ভিড় জমতে শুরু করেছে বান্দরবান জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের।

আজ বৃহস্পতিবার (২৮শে ডিসেম্বর) বিকেল ৩টায় ঐতিহাসিক রাজার মাঠে হাজারো মানুষ জড়ো হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা শোনার জন্য।

আরো পড়ুন: সেবক হিসেবে কাজের মাধ্যমে বাবার স্বপ্ন পূরণ করতে ভোট চাইলেন শেখ হাসিনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে সরাসরি যুক্ত হবেন ঐতিহাসিক রাজার মাঠের এই জনসভায়। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জনসাধারণের উদ্দেশ্যে কী বার্তা দেবেন সেটাই সবার উৎসাহের কেন্দ্রবিন্দু। 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মী দাশ জানান, সর্ববৃহৎ এই নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবে জেলার ৭টি উপজেলার আওয়ামী লীগ কর্মী সমর্থকসহ হাজারো জনসাধারণ।

বান্দরবানবাসী অপেক্ষায় আছেন তাদের প্রিয় নেত্রী বান্দরবানের আগামী দিনের উন্নয়নে কী বার্তা দেবেন পার্বত্যবাসীর জন্য।

এদিকে জনসভায় উপস্থিত থাকবেন বিগত ৬টি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এছাড়া জেলা আওয়ামী লীগ, সব উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন এই বৃহৎ জনসভায়। 

এইচআ/ আই. কে. জে/ 


প্রধানমন্ত্রী বান্দরবান ভিডিও কনফারেন্স

খবরটি শেয়ার করুন