শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

এবারের নির্বাচনের চমক, হেভিওয়েট প্রার্থীদের পরাজয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৫ পূর্বাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

দ্বাদশ নির্বাচনে হেরেছেন অনেক হেভিওয়েট প্রার্থীরা। এদের মধ্যে অনেকে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্রের কাছে হেরে গেছেন। 

হবিগঞ্জ-৪ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার সুমন হিসেবে পরিচিত স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সায়েদুল হক। নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে তার প্রাপ্ত ভোট ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রী প্রতিমন্ত্রী মাহবুব আলী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩ ভোট।

যশোরে দুটি আসনে চমক দেখিয়ে নৌকা প্রতীকের দুই হেভিওয়েট প্রার্থীকে পরাজিত করেছেন নতুন মুখের দুই স্বতন্ত্র প্রার্থী।

যশোর-৫ (মনিরামপুর) আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী ও স্থানীয় সরকার, সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য পরাজিত হয়েছেন জেলা কৃষক লীগের সহসভাপতি ইয়াকুব আলীর কাছে। সাড়ে চার হাজার ভোটে টানা দুইবারের সংসদ সদস্যকে পরাজিত করেছেন প্রথমবারের মতো যেকোনো নির্বাচনে অংশ নেওয়া ইয়াকুব আলীর কাছে। 

অন্যদিকে যশোর-৬ (কেশবপুর) আসনে চমক দেখিয়ে সাড়ে ৯ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদার এমপি পেয়েছেন ৩৯ হাজার ২৬৯ ভোট। 

পিরোজপুর-২ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে হেরে গেছেন সাত বারের এমপি আনোয়ার হোসেন মঞ্জু। রোববার রাতে গণমাধ্যমকে তিনি বলেন, অবশ্যই নির্বাচন সঠিক হয়েছে।

কুষ্টিয়া-২ আসনে ১৪ দলীয় জোটের মনোনীত প্রার্থী ছিলেন হাসানুল হক ইনু। জাসদের এই সভাপতি নৌকা প্রতীকে নির্বাচন করেছেন। হেরে যাওয়ার প্রসঙ্গে জানতে চাইলে হাসানুল হক ইনু বলেন, নির্বাচন নিয়ে আমি এখন কী বলবো, সারাদেশের ফলাফল আসুক। সবকিছু মূল্যায়ন করার পর কথা বলবো।

ওআ/



নির্বাচন

খবরটি শেয়ার করুন