ছবি : সংগৃহীত
মেট্রো স্টেশনের প্রথম তলা ফুটওভার ব্রিজের মতো ব্যবহার করা যাবে। নগরবাসীর জন্য এটি সকাল থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক।
বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
আরো পড়ুন: শনিবার থেকে উত্তরা-মতিঝিল রাত পর্যন্ত চলবে মেট্রোরেল
বর্তমানে আগারগাঁও-মতিঝিল অংশে সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। এটি পরিবর্তন হয়ে শনিবার (১৯ই জানুয়ারি)থেকে চালু হওয়া পুরো রুটেই সকাল ৭টা ১০ মিনিটে শুরু হয়ে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রোরেল।
ডিএমটিসিএল আরো জানিয়েছে, যাদের এমআরটি পাস আছে শুধু তারাই সকাল ৭.১০/৭.২০ ও রাত ৮টার পরেরট্রেনগুলোতে চলাচল করতে পারবেন।
ডিএমটিসিএল এমডি বলেন, এখন অফিস আওয়ারে ১০ মিনিট পরপর এবং অফপিক আওয়ারে ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করে। আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত এসময় পরিবর্তনের সুযোগ নেই। পিক আওয়ারে ৮টা ট্রেন ও অফপিক আওয়ারে ৭টা ট্রেন চলবে। একটি ট্রেন সব সময় প্রস্তুত থাকবে। এখন প্রতিদিন ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার যাত্রী চলাচল করছে। এ ট্রেন চীন বা জাপানের মতো এখনে পুশ-ম্যান ও পুশ-ওমেন নিয়োগের চিন্তা করছে না কতৃপক্ষ। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এইচআ/ওআ