ছবিঃ সংগৃহীত
রোহিত শর্মাকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। দলে রাখা হয়েছে বড় ধরনের চমক, যেখানে তরুণ ও অভিজ্ঞদের প্রাধান্য দেয়া হয়েছে। সবমিলিয়ে এবারের এশিয়া কাপে ভারত অংশ নেবে হট ফেভারিট হিসেবে।
সোমবার (২১ আগস্ট) ভারতের দিল্লিতে বিসিসিআইয়ের মিটিং শেষে ১৭ সদস্যের দল ঘোষণা করা হয়। দলে ফিরেছেন জাসপ্রীত বুমরাহ, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার। তবে সেখানে জায়গা হয়নি অভিজ্ঞ দুই স্পিনার চাহাল ও অশ্বিনের।
দলে চমক হিসেবে ডাক পেয়েছেন তিলক ভার্মা। এছাড়া স্ট্যান্ডবাই হিসেবে স্কোয়াডের রাখা হয়েছে সাঞ্জু স্যামসনকে। আগামী ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের এশিয়া কাপ অভিযান।
ভারতের ঘোষিত স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, শারদুল ঠাকুর, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা ও প্রসিধ কৃষ্ণা। স্ট্যান্ডবাই - সাঞ্জু স্যামসন।
এসকে/